For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিতর্কিত সিএএ বিরোধী সভার জেরে আসাদউদ্দিন ওয়েইসির দলকে হুঁশিয়ারি শিবসেনার

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে সিএএ বিরোধী এক জনসভা অনুষ্ঠিত করে এআইএমআইএম। আর সেখানেই এক সিএএ বিরোধী তরুণী পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ায় বিতর্ক তৈরি হয়। আর এরপরই আসাদউদ্দিন ওয়েইসি ও তাঁর দলকে হুমকির সুরে হুঁশিয়ার করে দিল শিবসেনা।

এআইএমআইএম নেতার বিতর্কিত মন্তব্য

এআইএমআইএম নেতার বিতর্কিত মন্তব্য

এদিকে সেই জনসভা থেকেই এআইএমআইএম নেতা তথা সাংসদ ওয়ারিস পাঠান বলেছিলেন, 'যাঁরা সমালোচা করে বলেছিলেন মেয়েদের সামনে রেখে আন্দোলন করা হচ্ছে তাঁরা সিংহীদের দেখেই ঘামতে শুরু করেছেন। তাহলে সকলে মিলে যখন রাস্তায় নামব তখন কি হবে সেটা আন্দাজ করা যাচ্ছে। আমরা ১৫ কোটি হলেও ১০০ কোটির উপর ভারিই পড়বে।'

এআইএমআইএমকে পাল্টা আক্রমণ সঞ্জয় রাউতের

এআইএমআইএমকে পাল্টা আক্রমণ সঞ্জয় রাউতের

আর এই মন্তব্যের পরই তেতে উঠেছে শিবসেনা। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত এই বিষয়ে বলেন, 'আপনি বলছেন যে আপনারা ১৫ কোটি, আপনি রাস্তায় আঘাত হানবেন, আপনি বারবার এই দেশের মুসলমানদের বিভ্রান্ত করছেন, তাদের মন বিষাক্ত করছেন। আপনাকে দেশের মুসলমানদের দায়িত্ব কে দিয়েছে? এমনকি মহারাষ্ট্রে কেউ কি আপনাকে বিবেচনা করে? আপনি যদি আবার এই জাতীয় ভাষায় কথা বলেন, তবে নজর রাখবেন, আমরা এর পাল্টা দেব।'

সিএএ বিরোধী জনসভায় ওঠে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান

সিএএ বিরোধী জনসভায় ওঠে 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান

এদিকে বেঙ্গালুরুতে তখন আসাদউদ্দিন ওয়েইসির উপস্থিতিতে চলছিল এআইএমআইএম-র সভা। আর সেখানেই অমূল্য নামের এক তরুণীর 'পাকিস্তান জিন্দাবাদ' স্লোগান নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায়। মঞ্চে এমন স্লোগান উঠতেই অস্বস্তি পড়ে যাওয়া আমিম কর্মীরা তরুণীর থেকে মাইক ছিনিয়ে নিতে যান। তবে নিজের অবস্থানে অনড় থেকে তরুণী ওই স্লোগান দিতেই থাকেন।

English summary
shiv sena warns asaduddin owaisi's aimim after controversial anti caa rally in bangalore
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X