For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার মহারাষ্ট্রে দুটি শহরের নাম বদলের প্রস্তাব সামনে আনল শিবসেনা

এদিন শিবসেনাও মহারাষ্ট্রে দুটি শহরের নাম বদলের প্রস্তাব সামনে এনেছে।

  • |
Google Oneindia Bengali News

শহর বা পরিচিত স্থানের নাম বদল যেন এখন জলভাতের পর্যায়ে চলে দিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে যার যা ইচ্ছা তাই প্রস্তাব দিচ্ছেন। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ এলাহাবাদের নাম প্রয়াগরাজ ও ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা করে দিয়েছেন। তারপর থেকেই নাম বদলের হিড়িক পড়ে গিয়েছে।

এবার মহারাষ্ট্রে দুটি শহরের নাম বদলের প্রস্তাব সামনে আনল শিবসেনা

গুজরাতের উপমুখ্যমন্ত্রী নিতিনি প্যাটেল আহমেদাবাদের নাম বদলে কর্ণবতী করার দাবি পেশ করেছেন। কোনও আইনি জটিলতা না থাকলে ও জনগণের সমর্থন পেলে নাম বদলে সরকার রাজি বলে তিনি জানান। সেই প্রস্তাবকে সমর্থন করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।

এর পাশাপাশি এদিন শিবসেনাও মহারাষ্ট্রে দুটি শহরের নাম বদলের প্রস্তাব সামনে এনেছে। দাবি জানিয়েছে, ঔরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম বদলে ফেলা হোক। ঔরঙ্গাবাদের নাম হোক সম্ভাজি নগর ও ওসমানাবাদের নাম হোক ধারাশিব।

শিবসেনার দাবি, এই দাবির কথা বহুদিন ধরে চলে আসছে। এটা নতুন কিছু নয়। এমনই জানিয়েছেন শিবসেনা নেত্রী মনীশা কায়ান্ডে। তবে ভোটব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে কংগ্রেস ও এনসিপি এই দাবিকে কোনওদিন আমল দেয়নি। মুসলিম ভোট ধরে রাখতে চেয়েই এটা করা হচ্ছে বলে দাবি শিবসেনার।

English summary
Shiv Sena wants names of two Maharashtra towns Aurangabad, Osmanabad to be changed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X