For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিন্দুত্বকেই আঁকড়ে থাকবে সেনা ঘোষণা উদ্ধবের, রামমন্দির নিয়ে খোঁচা বিজেপিকে

Google Oneindia Bengali News

মহা আঘাড়ি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে শনিবার অযোধ্যায় যান উদ্ধব ঠাকরে। সেখানে রামমন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা অর্থ সাহায্যের ঘেষণাও করেন তিনি। পাশাপাশি তিনি জানিয়ে দেন, হিন্দুত্বের বিষয়ে তাঁর দল কোনও ভাবে আপোশে যাবে না। সঙ্গে এই বিষয়ে বিজেপিকে খোঁচা দিতেও ভোলেননি সেনা প্রধান।

বিজেপি মানেই হিন্দুত্ব নয়!

বিজেপি মানেই হিন্দুত্ব নয়!

অযোধ্যায় পৌঁছে শিবসেনা প্রধান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে খোঁচা মেরে বলেন, 'আমি বিজেপি থেকে আলাদা হয়েছি, হিন্দুত্ববাদ থেকে নয়। বিজেপি মানেই হিন্দুত্ব নয়। হিন্দুত্ব আলাদা, বিজেপি আলাদা। আজ আমার সঙ্গে এখানে গেরুয়া পরিবারের অনেক সদস্য রয়েছেন।'

শিবসেনার মুখপত্রে বিজেপিকে জোর আক্রমণ!

শিবসেনার মুখপত্রে বিজেপিকে জোর আক্রমণ!

এর আগে শিবসেনার মুখপত্রের শনিবারের সংস্করণেও হিন্দুত্ববাদ নিয়ে আক্রমণ করা হয় বিজেপিকে। একটি প্রতিবেদনে এই বিষয়ে লেখা হয়, 'যাদের সরকার ৮০ ঘণ্টা টেকেনি তারা উদ্ধব ঠাকরেকে বলেছিল যে তাঁর সরকার ১০০ ঘণ্টা টিকবে না। তবে আজ ১০০ দিন পূর্ণ হল উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকারের। এই উপলক্ষে উদ্ধব ঠাকরের অযোধ্যা যাত্রা ফলপ্রসু হবে। সেখানে তিনি তাঁর সরকারের কাজকেই রামলালার পায়ে সমর্পণ করবেন।'

রামমন্দির নিয়ে বিজেপিকে খোঁচা শিবসেনার

রামমন্দির নিয়ে বিজেপিকে খোঁচা শিবসেনার

রাম জন্মভূমি আন্দোলন নিয়ে প্রতিবেদনে লেখা হয়, 'অযোধ্যার এই রাজনৈতিক ও সাংস্কৃতিক যুদ্ধ শেষ হয়েছে। এর জন্য আমরা সুপ্রিমকোর্টকে অশেষ ধন্যবাদ জানাই। তবে এই যুদ্ধ চলাকালীন অনেকেরই মুখোশ খুলে গিয়েছে। একমাত্র প্রয়াত শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরে উচু পাহারের মতো রাম মন্দিরের দাবি নিয়ে দাঁড়িয়েছিলেন সবসময়। রাম মন্দির ও রামলালা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। রামমন্দির নির্মাণের ক্ষেত্রে হিন্দু হৃদয়ের সম্রাট বালাসাহেব ঠাকরের অবদান কেউ ভুলতে পারবে না।'

রামমন্দির নির্মাণে ১ কোটি টাকা দেবেন উদ্ধব!

রামমন্দির নির্মাণে ১ কোটি টাকা দেবেন উদ্ধব!

এদিকে এদিন অযোধ্যায় গিয়ে রামমন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, 'গত দেড় বছরে এটি আমার তৃতূয় অযোধ্যা সফর। আমি এখানে রামলালার আশীর্বাদ নিতে এসেছি। এখানে আজ আমি পুজো দেব।' এরপর তিনি বলেন, 'আমি আজ রামমন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা অর্থ সাহায্যের কথা ঘোষণা করতে চাই। অবশ্য এই টাকা আমার ট্রাস্ট থেকে দেওয়া হবে।'

English summary
shiv sena to stick with hindutva said uddhav thackeray after snapping bjp on ram mandir issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X