কংগ্রেস-এনসিপির হাত ধরে জোট সরকার গঠনের পথে শিবসেনা, মুখ্যমন্ত্রী হতে পারেন উদ্ধব ঠাকরে
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে শিবসেনা। কংগ্রেসে ও এনসিপির হাত ধরে আগামীতে সেনা প্রধান উদ্ধব ঠাকরই হতে চলেছেন মহারাষ্ট্রের পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রী। উপমুখমন্ত্রী পদ ভাগ হতে চলেছে কংগ্রেস ও জাতীয়তাবাদী কংগ্রেস বা এনসিপির মধ্যে। পাঁচ বছরের মেয়াদ কালে দুই দল আড়াই বছর করে এই পদ ভাগ করে নিতে পারে বলেই জানা যাচ্ছে। সূত্রের খবর, মন্ত্রীসভায় শিবসেনা, এনসিপি, ও কংগ্রেসের যথাক্রমে ১৬, ১৪, এবং ১২ জন মন্ত্রী থাকছে। শোনা যাচ্ছে সরকার গঠনের বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ১৭ই নভেম্বর ঘোষণা করা হবে। প্রসঙ্গত, ওইদিনই আবার শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের মৃত্যু দিবস।

সূত্রের খবর অনুযায়ী, শিবসেনা, এনসিপি, এবং কংগ্রেসের বিভিন্ন উচ্চপদস্থ নেতৃত্বদের নিয়ে একটি সাধারণ সভা হয় শুক্রবার। সেই বৈঠক থেকেই জানা যায়, এনসিপি পেতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রী পদটি ,এবং স্পিকার হবে কংগ্রেসের পক্ষ থেকে। ওই বৈঠকে কৃষকদের কৃষি ঋণ মুকুব, ফসল বীমা,রাজ্যে বিপুল কর্মসংস্থান সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও ছত্রপতি শিবাজি মহারাজ এবং বি আর আম্বেদকের দুটি স্মৃতিসৌধ নির্মাণের কথাও উঠে আসে ওই বৈঠক থেকে।
শনিবার দুপুরে রাজ্যপালের সঙ্গে বৈঠক
এদিকে শনিবার দুপুরে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেস দলের নেতারা মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়রের সাথে দেখা করতে যাচ্ছেন বলে সূত্রের খবর। যদিও ঠিক কি কারণে রাজ্যপালের সাথে এই বৈঠক সেই নিয়ে কোনও দলই পরিষ্কার করে কিছু জানায়নি। তবে এনসিপির মুখপাত্র নবাব মালিক সংবাদমাধ্যমে বলেন , " মহারাষ্ট্রের কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার জন্যই রাজ্যপালের কাছে যাওয়া হবে।"
এনসিপি প্রধান শরদ পাওয়ারের গলায় অন্য সুর
এনসিপি মুখপাত্র নবাব মালিক শুক্রবার স্পষ্টতই জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনার পক্ষ থেকেই হবে। যদিও এই বিষয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারকে জিজ্ঞেস করা হলে তাঁর গলায় অন্য সুর শোনা যায়। তিনি বলেন, "যদি কেউ মুখ্যমন্ত্রী পদ দাবী করেন তবে আমরা এ বিষয়ে নিশ্চয় ভেবে দেখবো।" আগামী রবিবার কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে দেখাও করতে চলেছেন বলে জানান এনসিপি প্রধান।
প্রসঙ্গত, মহারাষ্ট্রের রাজ্যপাল বিজেপি, শিবসেনা ও এনসিপিকে সরকার গঠনের জন্য ডাক দিলে কোনও দলই সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করতে না পারায় সরকার গঠন করা সম্ভব হয়নি কারও পক্ষে। এরপর ১২ই নভেম্বর রাষ্ট্রপতি শাসন জারি হয় মহারাষ্ট্রে।
শিবসেনার মুখ্যমন্ত্রীকেই সমর্থন এনসিপি-র! ফড়নবিশের দাবি নিয়ে জল্পনা