For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জরুরি বৈঠকে উপস্থিত না থাকলে বাতিল হবে দলের সদস্যপদ, কড়া বার্তা শিবসেনার

জরুরি বৈঠকে উপস্থিত না থাকলে বাতিল হবে দলের সদস্যপদ, কড়া বার্তা শিবসেনার

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে বুধবারও রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। মহা বিকাশ আঘাদি সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি শিবসেনার শীর্ষ নেতৃত্ব বিধায়কদের কাছে চরম বার্তা পাঠাল। বুধবার বিকেল পাঁচটার সময় উদ্ধব ঠাকরের বাসভবন বর্ষায় শিবসেনার বিধায়কদের জরুরি বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে অনুপস্থিত বিধায়ক স্বেচ্ছায় দল ছাড়তে ইচ্ছুক বলে ধরে নেওয়া হবে বলেও শিবসেনার তরফে জানানো হয়েছে। সেক্ষেত্রে অনুপস্থিত বিধায়কের বিরুদ্ধে দল উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।

জরুরি বৈঠকে উপস্থিত না থাকলে বাতিল হবে দলের সদস্যপদ, কড়া বার্তা শিবসেনার

একনাথ শিন্ডে দাবি করেছেন, তাঁর সঙ্গে প্রায় ৪০ জন বিধায়কের সমর্থন রয়েছে। শিবসেনার বিধায়কদের বিদ্রোহের জেরে উদ্ধব ঠাকরে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দলের ওপর নিয়ন্ত্রণ জারি রাখতেই উদ্ধব ঠাকরে নিজের বাসভবনে এই বৈঠক ডেকেছেন বলে মনে করা হচ্ছে। কিছুদিন ধরেই শিবসেনার অন্দরে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। মঙ্গলবার তা প্রকাশ্যে চলে আসে। মহারাষ্ট্রের নগর উন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে একদল বিদ্রোহী বিধায়ক ও মন্ত্রী গুজরাটে আশ্রয় নেন। এরপরেই মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কট দেখা দেয়।

সেনার চিফ হুইপ সুনীল প্রভুর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে শিবসেনার বিধায়কদের চরম বার্তা দেওয়া হয়। শিবসেনার বিধায়কদের উদ্দেশে চিঠিতে বলা হয়, 'দলের এই জরুরি বৈঠকে অনুপস্থিত থাকলে অনুমান করা হবে আপনি স্বেচ্ছায় দলের সদস্যপদ ত্যাগ করছেন। এরফলে আপনাদের বিরুদ্ধে ভারতের সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।' শিবসেনার সাংস সঞ্জয় রাউত বলেন, 'আমরা লড়াই চালিয়ে যাবো। সব থেকে খারাপ হলে আমরা মহারাষ্ট্রে ক্ষমতা হারাব। আমরা ক্ষমতায় ফিরতে পারি। কিন্তু আমাদের কাছে দলের ঐতিহ্য সব থেকে গুরুত্বপূর্ণ।'

অন্যদিকে একনাথ শিন্ডে দাবি করেছেন, শিবসেনার প্রধান হুইপ ভারত গোগাওয়লে। তাই বুধবার বিকেলের বৈঠকে উপস্থিত থাকার জন্য সুনীল প্রভু যে নির্দেশ জারি করেছে তা অবৈধ। টুইটারে তিনি লিখেছেন, 'ভারত গোগাওয়ালকে শিবসেনার প্রধান হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাই সুনীল প্রভু একটি চিঠির মাধ্যমে সমস্ত বিধায়কদের বৈঠকে উপস্থিত থাকার যে নির্দেশ দিয়েছেন তা অবৈধ।'

বরাবরই শিন্ডেকে পথের কাঁটা ভেবে এসেছেন উদ্ধব, একনাথের চিন্তা বাড়িয়েছে আদিত্য ঠাকরেবরাবরই শিন্ডেকে পথের কাঁটা ভেবে এসেছেন উদ্ধব, একনাথের চিন্তা বাড়িয়েছে আদিত্য ঠাকরে

মঙ্গলবারই বিধানসভার দলনেতা পদ থেকে শিবসেনা একনাথ শিন্ডেকে বহিষ্কার করেছে। এক মারাঠি সংবাদমাধ্যমকে শিন্ডে জানিয়েছেন, তাঁর কাছে ৪০ জন বিধায়কের সমর্থন রয়েছে। যা প্রয়োজনের থেকে বেশি। বিজেপি শিবসেনার ৪০ জন বিধায়কের সমর্থন পেলে খুব সহজেই সংখ্যাগরিষ্ঠতা পাবে। শিন্ডের এই মন্তব্যের পর মহা বিকাশ আঘাদি সরকারের ক্ষমতা হারানোর সম্ভাবনা আরও জোরাল হয়ে উঠেছে।

English summary
Shiv Sena tells Rebel MLAs that attend meeting or face action
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X