For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৮ ঘণ্টা চেয়েছিলাম, পেলাম ছয়মাস সময়, রাজ্যপালকে আক্রমণ শিবসেনার

সময় চেয়েছিলাম ৪৮ ঘণ্টার তার জায়গায় সময় পেলাম ৬ মাস। মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে রাজ্যপালকে এভাবেই কটাক্ষ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।

Google Oneindia Bengali News

সময় চেয়েছিলাম ৪৮ ঘণ্টার তার জায়গায় সময় পেলাম ৬ মাস। মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে রাজ্যপালকে এভাবেই কটাক্ষ করলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। একই সঙ্গে তিনি দাবি করেছেন শিবসেনা, কংগ্রেস এবং এনসিপির সঙ্গে আলোচনা করে সরকার গঠনের পথ বের করে ফেলবে। কিন্তু বিজেপি সঙ্গে যে শিবসেনা যাবে না সেটা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

সরকার গঠনের দাবি জানিয়েও পারল না শিবসেনা

সরকার গঠনের দাবি জানিয়েও পারল না শিবসেনা

এনসিপি সমর্থন নিয়ে মহারাষ্ট্রে সরকার গঠনের দাবি জানিয়েছিল শিবসেনা। কিন্তু রাজ্যপাল নির্ধারিত সময়ের মধ্যে এনসিপির সমর্থন জানানোর কোনও পত্র রাজ্যপালের কাছে জমা দিতে পারেননি উদ্ধব ঠাকরেরা। সেই সমর্থন পত্র সংগ্রহের জন্য রাজ্যপালের কাছে ২ দিন সময় চেয়েছিল তারা। কিন্তু রাজ্যপাল সেটা না দিয়ে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত নেন।

উদ্ধবের কটাক্ষ

উদ্ধবের কটাক্ষ

মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে রাজ্যপাল ভগত সিং কোশায়রি যে একপেশে আচরণ করেছেন এমন অভিযোগ আগেই করেছিল শিবসেনা। কংগ্রেসও এই অভিযোগ জানিয়েছিল। বিজেপিকে বেশি সময় দিয়েছে রাজ্যপাল। সে জায়গায় অন্য রাজনৈতিক দলগুলিকে নাম মাত্র সময় দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছিল উদ্ধবরা। কংগ্রেস রাজ্যপালের এই আচরণের মধ্যে রাজনৈতিক স্বার্থ রয়েছে বলে অভিযোগ করেছিল।

নতুন সমীকরণের খোঁজে শিবসেনা

নতুন সমীকরণের খোঁজে শিবসেনা

রাষ্ট্রপতি শাসন জারি মানেই যে সব পথ বন্ধ হয়ে গেল এমন নয়। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেছেন ৬ মাস হাচে সময় পেেয়ছি আমরা। আরও সময় নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করতে পারবে দল। কংগ্রেস এবং এনসিপির সঙ্গে আলোচনার আরও বেশি সময় পাওয়া যাবে। তবে বিজেপির সঙ্গে তিনি যে কোনও ভাবেই কোনও আপোসে যাবেন না সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

<strong>বুলবুলের তাণ্ডবলীলার পর এবার ত্রাণ বণ্টন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিজেপির</strong>বুলবুলের তাণ্ডবলীলার পর এবার ত্রাণ বণ্টন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বিজেপির

English summary
Shiv Sena targated to governor over presidential rule
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X