For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ঘোর বিপাকে, শিবসেনা এবার কথা শুরু করল শারদ পাওয়ারের সঙ্গেও

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শারদ পাওয়ারের মধ্যে কথা হল মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে।

  • |
Google Oneindia Bengali News

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শারদ পাওয়ারের মধ্যে কথা হল মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত পাওয়ারের বাসভবনে আসার পরই শিবসেনা প্রধানের সঙ্গে কথা হয়। যখন মহারাষ্ট্র সরকার গঠন নিয়ে বিজেপি ও শিবসেনা ৫০-৫০ ফর্মুলায় আবদ্ধ থেকেছে, তখন এই আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ।

মহারাষ্ট্রে শিবসেনা কথা শুরু করল এবার শারদ পাওয়ারের সঙ্গে

মহারাষ্ট্র ভোট-পরবর্তী পরিস্থিতিতে অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা সুধীর মুনগন্তীব্বর বলেন, রাজ্যে নতুন সরকার যদি ৭ নভেম্বরের মধ্যে গঠন না হয়, তবে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের দিকে যেতে পারে। উল্লেখ্য, বর্তমান বিধানসভার মেয়াদ ৮ নভেম্বর শেষ হবে।

বিজেপি নেতা বলেন, বিজেপি ও সেনার মধ্যে আলোচনায় বিলম্বের কারণ হল দেওয়ালি উৎসবয অচিরেই শিবসেনার সঙ্গে সব জট কেটে যাবে। এ রাজ্যে বিজেপিই সরকার গড়বে। যদিও শিবসেনা তাঁদের সিদ্ধান্তে অনড়। শিবসেনা '৫০-৫০ সূত্রে' অনড় থেকেছে এবং বলছে যে শিবসেনা থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবে এবার।

এদিকে সঞ্জয় রাউত বলেন, সরকার গঠনের বিষয়ে বিজেপি ও সেনার মধ্যে এখনও কোনও আলোচনা হয়নি। সেনা যদি সিদ্ধান্ত নেয় তবে মহারাষ্ট্রে স্থিতিশীল সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগুলি পেতে পারে। উল্লেখ্য, কংগ্রেস শিবসেনাকে সমর্থনের বার্তা দিলেও এনসিপি তাঁদের সমর্থন করতে অস্বীকার করে পূর্বে। যদিও এখন অনেক নরম হয়েছে।

সদ্য অনুষ্ঠিত রাজ্য নির্বাচনে, বিজেপি ১০৫টি আসন জিতেছে, সেনা পেয়েছে ৫৬ টি আসন। আর বিরোধী জোটের এনসিপি পেয়েছে ৫৪টি আর কংগ্রেস ৪৪টি আসন পেয়েছে। উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা এরপর বিজেপিকে আড়াই বছর করে মুখ্যমন্ত্রিত্বের ফর্মুলা দেয় বিজেপি।

English summary
Shiv Sena now starts discussion with NCP’s Sharad Power to build Maharastra government. Shiv Sena demanded for making youngest CM as Aaditya Thackeray in Maharashtra.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X