For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদ্মবিভূষণ–ভারতরত্ন মায়বাতী–ওয়াইসিকে!‌ উত্তরপ্রদেশে বিজেপির জয় নিয়ে কটাক্ষ শিবসেনার

পদ্মবিভূষণ–ভারতরত্ন মায়বাতী–ওয়াইসিকে!‌ উত্তরপ্রদেশে বিজেপির জয় নিয়ে কটাক্ষ শিবসেনার

Google Oneindia Bengali News

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে গতকালই, এরমধ্যে চার রাজ্যেই জয়ী হয়েছে বিজেপি। জয়ী রাজ্য তথা গোটা দেশজুড়েই যখন বিজেপি নেতা-সমর্থকরা জয়ের উদযাপনে ব্যস্ত, সেই সময়ই শিবসেনা নেতা ও সাংসদ সঞ্জয় রাউত বহুজন সমাজ পার্টি ও অল ইন্ডিয়া মজলিস–ই–ইত্তেহাদুল মুসলিমিন (‌এআইএমআইএম)‌–এর অবদানের জন্য বিজেপির ওই জয় বলে মন্তব্য করেন। উত্তরপ্রদেশে বিজেপির এই জয়ের জন্য আসাদউদ্দিন ওয়াইসি এবং মায়াবতীকে কাঠগড়ায় তুলেছেন তিনি। সঞ্জয় রাউত জানান যে ওয়াইসি ও মায়াবতীকে পদ্মবিভূষণ বা ভারতরত্ন দেওয়া উচিত এর জন্য।

পদ্মবিভূষণ–ভারতরত্ন মায়বাতী–ওয়াইসিকে!‌ উত্তরপ্রদেশে বিজেপির জয় নিয়ে কটাক্ষ শিবসেনার


শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের অভিযোগ, সংখ্যালঘু এবং দলিত ভোট কেটে যোগী আদিত্যনাকে লখনউয়ের কুর্সি ফিরে পেতে সাহায্য করেছে 'অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (এআইএমআইএম) এবং বহুজন সমাজ পার্টি (বসপা)। সঞ্জয় রাউত সংবাদ সংস্থা এএনআইকে এক সাক্ষাতকারে বলেন, '‌বিজেপি দারুণ জয় অর্জন করেছে। যদিও উত্তরপ্রদেশে তারাই ক্ষমতায় ছিল। এখনও রয়েছে। অখিলেশ যাদবের আসনও তিন গুণ বেড়েছে। ৪২ থেকে বেড়ে ১২৫ ছুঁয়েছে। মায়াবতী এবং ওয়াইসি এ বার বিজেপির জয়ে অবদান রেখেছেন। তাই তাঁদের অবশ্যই পদ্মবিভূষণ, ভারতরত্ন দেওয়া উচিত।’

চার রাজ্যে বিজেপির জয় সত্ত্বেও রাউত কটাক্ষ করে জানিয়েছেন যে উত্তরাখণ্ডে খোদ মুখ্যমন্ত্রী হেরে গিয়েছেন, গোয়ার দুই উপ–মুখ্যমন্ত্রী পরাজয়ের মুখে এবং পাঞ্জাবে বিজেপিকে সম্পূর্ণভাবে খারিজ করা হয়েছে। ‌তিনি বলেন, '‌প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী সহ সকলে পাঞ্জাবে দারুণভাবে প্রচার চালানো সত্ত্বেএ কেন পাঞ্জাবে বিজেপি হেরে গেল?‌ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া আপনাদেরই ছিল। কিন্তু আপনারা উত্তরপ্রদেশে কংগ্রেস এবং শিবসেনার তুলনায় পাঞ্জাবে বেশি হেরেছেন।’‌ প্রসঙ্গত, বিএসপি ও এআইএমআইএম এই দুই দলকে অনেক বিরোধী দলই বিজেপির '‌বি’‌ দল হিসাবে কটাক্ষ করেছে এবং যারা বিজেপি–বিরোধী ভোটকে ভাগ করার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। যদিও উভয় দলই বারবার এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছে।

প্রসঙ্গত, মায়ার দল একটি আসনে জিতলেও আসাদউদ্দিনের দল কোনও আসনে জি‌ততে পারেনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোটগণনার ফল প্রকাশের পরেই ওয়াইসি বলেছিলেন, 'উত্তরপ্রদেশের জনতার রায় মেনে আমরা জয়ী পক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি।’ অন্য দিকে মায়াবতী জানিয়েছিলেন, ভোটের ফলে হতাশ না হয়ে নতুন করে লড়াইয়ের প্রস্তুতি শুরু করবে তাঁর দল।

English summary
shiv sena slams mayawati and owaisi over bjp win in uttar pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X