For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কী বললেন কাশ্মীরের কংগ্রেস নেতা সইফুদ্দিন সোজ, যাতে শিবসেনা তাকে বলল 'মুশারফের চাকর'

মুশারফ-মন্তব্যের জন্য সইফুদ্দিন সোজকে 'মুশারফের ভৃত্য' বলল শিবসেনা।

Google Oneindia Bengali News

ফের বোমা ফাটালেন কাশ্মীরের কংগ্রেস নেতা সইফুদ্দিন সোজ। শুক্রবার তিনি পাশে দাঁড়ালেন প্রাক্তন পাক মিলিটারি শাসক পারভেজ মুশারফের। বললেন, মুশারফ যে বলেছিলেন কাশ্মীরিরা স্বাধীন থাকতে চায় , সেকথা সেদিনও সত্যি ছিল, আজও তাই। এর জন্য শিবসেনা পাল্টা তাঁকে মুশারফের চাকর বলেছে।

ফের বোমা ফাটালেন সইফুদ্দিন সোজ

এক সাক্ষাতকারে তিনি বলেন, 'মুশারফ বলেছিলেন, কাশ্মীরিরা পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায় না, তাদের প্রথম পছন্দ স্বাধীন দেশ হওয়া। কথাটা সেদিনও সত্যি ছিল, আজও সত্যি। আমিও সেকথাই বলব, কিন্তু জানি তা সম্ভব নয়।'

সোজের এই বক্তব্য়েক কড়া প্রতিক্রিয়া জানিয়েছে শিবসেনা। তাঁদের মতে সোজের পাকিস্তানে গিয়ে মুশারফের চাকরের কাজ করা উচিত। শিবসেনার পক্ষে মনীষা কায়ান্দে বলেন, 'কংগ্রেসের সভাপতিতে বলতে হবে তিনি সইফুদ্দিন সোজের বক্তব্যকে সমর্থন করেন কিনা। যদি সোজের পাকিস্তান ও মুশাররফের জন্য এত বেশি প্রেম থাকে তবে তাঁর পাকিস্তানে চলে যাওয়া উচিত এবং মুশারফের চাকর হওয়া উচিত।'

সোজ অবশ্য এর আগেও বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন। মাত্র দুমাস আগেই তিনি বলেছিলেন, কাশ্মীরের মূল স্রোতের রাজনৈতিক দলগুলির বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনা করে তাদের অবস্থান বোঝা উচিত। গত বছর বুরহান ওয়ানির মৃত্যুবার্ষিকীতে বলেছিলেন, তিনি হলে, বুরহানকে বাঁচিয়ে রেখে তার সঙ্গে আলোচনার চেষ্টা করতেন।

English summary
Shiv Sena said Saifuddin Soz should 'become Musharraf's servant', for his Musharraf remark
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X