For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে সামনে রেখে বিজেপি বিরোধী জোট! কংগ্রেস থেকে কেন মুখ ফেরাল শিবসেনা

কংগ্রেসকে ছাড়া বিজেপির বিরোধী ঐক্যের বিরুদ্ধে ছিল শিবসেনা। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জোর সওয়াল করে জানিয়েছিলেন বিজেপিকে হারাতে কংগ্রেসের নেতৃত্বে জোট চাই। কংগ্রেসকে বাইকরে রেখে বিজেপি বিরোধী জোট মূল্যহীন।

Google Oneindia Bengali News

কংগ্রেসকে ছাড়া বিজেপির বিরোধী ঐক্যের বিরুদ্ধে ছিল শিবসেনা। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জোর সওয়াল করে জানিয়েছিলেন বিজেপিকে হারাতে কংগ্রেসের নেতৃত্বে জোট চাই। কংগ্রেসকে বাইকরে রেখে বিজেপি বিরোধী জোট মূল্যহীন। তিনি সেই কারণে কংগ্রেস হাইরম্যান্ড রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকও করেছিলেন। কিন্তু এখন তিনি মত বদলে মমতাকেই নেতৃত্বে চাইছেন।

মমতা বন্দ্যোপাধ্যয়াকে সামনে রেখে বিরোধী জোট

মমতা বন্দ্যোপাধ্যয়াকে সামনে রেখে বিরোধী জোট

বিজেপিকে হারাতে শিবসেনা মুখপাত্র এবার জোর সওয়াল করল তৃতীয় বিকল্পের পক্ষে। ২০২৪-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যয়াকে সামনে রেখে বিরোধী জোট গড়ে তোলার বার্তা দিলেন তিনি। তিনি বলেন, কালবিলম্ব না করে বাংলা, তেলেঙ্গানা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আলোচনা শুরু করা উচিত। শিবসেনার মুখপত্র 'সামনা'য় তা উল্লেখ করা হয়েছে ফলাও করে।

কংগ্রেস যখন এগিয়ে আসছে না, তখন মমতাই...

কংগ্রেস যখন এগিয়ে আসছে না, তখন মমতাই...

শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত 'সামনা'য় লিখেছেন, কংগ্রেস যখন এগিয়ে আসছে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কেই এগিয়ে আসতে হবে। কংগ্রেসকে আবেদন-নিবেদন করেও সাড়া পাওয়া যায়নি। তাদের বিরোধী জোট গড়ার জন্য অন্য অনেক দলের মতো তাঁরাও আবেদন জানিয়েছিলেন। কিন্তু কংগ্রেস এখনও করছি-করব, হচ্ছে-হবে মানসিকতা নিয়ে পড়ে রয়েছে। তাই আর কালবিলম্ব না করাই উচিত।

একজোট হওযার আহ্বান জানিয়েছিলেন মমতা

একজোট হওযার আহ্বান জানিয়েছিলেন মমতা

কয়েকদিন আগেই বিজেপি-বিরোধী দলগুলির মুখ্যমন্ত্রীদের কাছে চিঠি লিখে একজোট হওযার আহ্বান জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রস্তাব দেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনের লক্ষ্য এখন থেকেই জোটবদ্ধ হতে হবে। তাই এখন থেকেই আলোচনা শুরুর প্রয়োজন। এপ্রিলে দিল্লি যাওয়ার কথা মমতার, সেখানে তিনি বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন।

মমতাকে নেতৃত্বে রেখেই জোট গঠনের বার্তা

মমতাকে নেতৃত্বে রেখেই জোট গঠনের বার্তা

এর আগে মহারাষ্ট্রে গিয়ে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত ও শিবসেনা বিধায়ক আদিত্য ঠাকরের সঙ্গে বৈঠক করে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। থক মমতার জোট প্রস্তাব কার্যত খারিজ করে দেন শিবসেনা মুখপাত্র। তিনি বলেন, কংগ্রেসকে বাদ দিয়ে জোটে তাঁর সায় নেই। কিন্তু সেই সঞ্জয় রাউতই এখন বলছেন, মমতাকে নেতৃত্বে রেখেই জোট গঠনের কাজ শুরু করে দেওয়া উচিত।

কংগ্রেস সম্পর্কে শিবসেনা, মমতাতেই আস্থা

কংগ্রেস সম্পর্কে শিবসেনা, মমতাতেই আস্থা

সঞ্জয়ের কথায়, কংগ্রেস যখন এগিয়ে আসছে না, তখন মমতার নেতৃত্বেই জোট গড়ে তুলতে হবে। এদিন শিবসেনার মুখপত্রের সম্পাদকীয়তে এই লেখা ভবিষ্যৎ রাজনীতির পক্ষে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কংগ্রেস সম্পর্কে শিবসেনার সম্পাদকীয়তে লেখা হয়েছে, কংগ্রেস দলীয় কোন্দল মেটাতেই ব্যস্ত। ফলে তাঁরা বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ লড়াই শুরু করতেই পারছে না। তাই বাকিদেরই চেষ্টা করতে হবে।

বিজেপিকে হটাতে হবে কেন্দ্র থেকে

বিজেপিকে হটাতে হবে কেন্দ্র থেকে

তিনি কংগ্রেস সম্পর্কে লিখেছেন, কংগ্রেস দলীয় কোন্দলে জড়িয়ে পড়ায় জোট গড়ার কাজ শুরু করতে পারছে না। তবে এট ঠিক যে কংগ্রেস কখনই বিরোধী ঐক্য তৈরিতে বাধা হবে না। পাশাপাশি বিজেপিকে নিশানা করে লেখা হয়েছে, নরেন্দ্র মোদীর দল কেন্দ্রের ক্ষমতায় থাকতে বিরোধীদের অধিকারে থাকা রাজ্যের সরকারগুলিকে কাজ করতে দিচ্ছে না। তাই দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো অটুট রাখতে বিজেপিকে হটাতে হবে কেন্দ্র থেকে।

অ-বিজেপি দলগুলিকে এক হতে হবে, বার্তা সামনায়

অ-বিজেপি দলগুলিকে এক হতে হবে, বার্তা সামনায়

সামনার সম্পাদকীয়তে লেখা হয়েছে, বিজেপি প্রতিদিন নানা সমস্যা তৈরি করছে বিরোধীদের হাতে থাকা রাজ্যগুলিতে। তাই বিজেপির এই স্বেচ্ছাচারিতার জন্য অ-বিজেপি দলগুলিকে এক হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন, সেই ডাকে সাড়া দিয়ে সমস্ত বিরোধী দলকে এগিয়ে আসতে হবে।

কংগ্রেসের শীত ঘুম ভাঙতে ভাঙতে রাত কাবার

কংগ্রেসের শীত ঘুম ভাঙতে ভাঙতে রাত কাবার

শিবসেনার এই দাবিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ স্বাগত জানিয়েছেন। তিনিও বলেন বিজেপি বিরোধী জোট গড়ে তুলতে ব্যর্থ হয়েছে কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে লড়াই দিতেও তারা ব্যর্থ। এই ব্যর্থতার পূর্ণ সুযোগ নিয়েছে বিজেপি। কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর কোনও সদিচ্ছাও চোখে পড়েনি। তাই কংগ্রেসকে বাদ দিয়েই লড়াইয়ে নামতে হবে এখন। কংগ্রেসের শীত ঘুম ভাঙতে ভাঙতে রাত কাবার হয়ে যাবে।

মমতার ডাক, শিবসেনার বক্তব্যে তারই প্রতিফলন

মমতার ডাক, শিবসেনার বক্তব্যে তারই প্রতিফলন

কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে কালবিলম্ব না করে সবার এগিয়ে আসাই উচিত বলে তৃণমূল মনে করে। শুধু জোট নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এক মঞ্চে এসে নিয়মনীতি, স্টিয়ারিং কমিটি, যৌথ কর্মসূচি রেখে চলার কথা। সেটা বাকিদের মধ্যে প্রতিফলিত হচ্ছে। শিবসেনার বক্তব্যে তারই প্রতিফলন ফুটে উঠেছে। এই প্রতিফলন যত তাড়াতাড়ি বিরোধী অন্যান্য দলের মধ্যে সম্প্রসারিত হবে, ততই মঙ্গল।

English summary
Shiv Sena spokeperson Sanjay Raut Says anti BJP alliance in leadership of Mamata Banerjee due to lack interest of Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X