'জয় শ্রী রাম' বিড়ম্বনায় মমতার হাত ছাড়তে পারে শিবসেনা! কী বলছে মহারাষ্ট্রের 'গেরুয়া দল'
পরাক্রম দিবসে ভিক্টোরিয়ায় নেতাজির জন্মজয়ন্তীর অনুষ্ঠান নিয়ে বিতর্কে চাপানউতোর অব্যাহত। মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিতে ওঠার আগেই দর্শকাসন থেকে একদল বিজেপি সমর্থক 'জয় শ্রীরাম' স্লোগান দেওয়ায় ক্ষোভে আর ভাষণ দেননি মুখ্যমন্ত্রী। এবার এই ইস্যুতে মুখ খুলল শিবসেনা। সম্প্রতি মমতার পাশে দাঁড়ানোর বার্তা দিলেও রাম ইস্যুতে মমতার সঙ্গে দাঁড়াতে অস্বস্তিতে পড়তে হতে পারে শিবসেনার।

জয় শ্রী রাম বললে কারোর ধর্মনিরপেক্ষতা নষ্ট হয় না
উল্লেখ্য, বিজেপির বিরুদ্ধে মমতাকে সাহায্য করতে বঙ্গের ভোট ময়দানে নামার ঘোষণা করেছে শিবসেনা। এই আবহে 'জয় শ্রী রাম' ইস্যুতে মমতা 'অপমানিত' হওয়ায় সাফাই গাইতে শুরু করল শিবসেনা। এদিন শিবসেনার তরফে এই ইস্যুতে সঞ্জয় রাউত বলেন, 'জয় শ্রী রাম বললে কারোর ধর্মনিরপেক্ষতা নষ্ট হয় না। আশা করছি রামের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে দিদির। শ্রীরাম আমাদের দেশের গর্ব।'

মমতাকে রামায়ণ উপহার বিজেপি নেতার
এদিকে ভিক্টোরিয়ার ঘটনায় মমতাকে কটাক্ষ করে একটি রামায়ণের প্রতিলিপি উপহার দিয়েছেন মধ্যপ্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার রামেশ্বর শর্মা। তিনি বলেন, জয় শ্রীরাম স্লোগান শুনে ভয় পেয়েছেন মমতা। সে জন্য তাঁকে মনোযোগ সহকারে রামায়ণ পড়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কী ঘটেছিল ভিক্টোরিয়াতে?
শনিবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দিতে ডাকা হল, তখন দর্শকাসন থেকে কয়েকজন 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকেন৷ এতেই চূড়ান্ত ক্ষুব্ধ হন মমতা৷ তিনি বলেন, 'এটা সরকারি অনুষ্ঠান৷ কোনও রাজনৈতিক দলের অনুষ্ঠান নয়৷ এভাবে কাউকে ডেকে অপমান করার কোনও মানে হয় না৷ তাই আমি ভাষণ দেব না৷' মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন, তখন মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যপাল জগদীপ ধনকড় ও কেন্দ্রের এক মন্ত্রী৷ সেই সময় মঞ্চে উপস্থিত সকলেই হতচকিত৷ কাউকে কিছু বলার সুযোগ না-দিয়ে মুখ্যমন্ত্রী সোজা চলে আসেন নিজের আসনে৷

মমতার উপর কি বাংলাদেশের চাপ রয়েছে?
সেই ঘটনার প্রেক্ষিতে মধ্যপ্রদেশের প্রোটেম স্পিকার কটাক্ষের সুরে বলেছেন, 'মমতার উপর কি বাংলাদেশের চাপ রয়েছে? কেন তিনি জয় শ্রীরাম স্লোগান দিতে ভয় পাচ্ছেন? বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের কি তিনি ভয় পাচ্ছেন? মানুষ যখনই জয় শ্রীরাম বলছে, তখনই কেন ক্ষেপে যাচ্ছেন তিনি? তিনি কি বাংলাদেশি?'
