For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেবেন্দ্র সিংয়ের গ্রেফতারির পর কাশ্মীরে পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল শিবসেনা

জঙ্গিদের সঙ্গে ডিএসপি দেবেন্দ্র সিংয়ের গ্রেফতারি নিয়ে এবার সরাসরি কাশ্মীর পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল শিবসেনা।

Google Oneindia Bengali News

জঙ্গিদের সঙ্গে ডিএসপি দেবেন্দ্র সিংয়ের গ্রেফতারি নিয়ে এবার সরাসরি কাশ্মীর পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল শিবসেনা। কাশ্মীর পুলিসকে কী অন্য কাজে ব্যবহার করছে সরকর। এমনই ভাষায় আক্রমণ করেছে শিবসেনা। সামনায় এমনই অভিযোগ করা হয়েছে।

কাশ্মীর পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন

কাশ্মীর পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন

হিজবুল শীর্ষ জঙ্গিদের সঙ্গে ডিএসপি দেবেন্দ্র সিংয়ের গ্রেফতারিতে কাশ্মীর পুলিসের পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। শিবসেনার মুখপত্র সামনায় লেখা হয়েছে কাশ্মীর পুলিসকে কি অন্য কাজে ব্যবহার করছে সরকার। একদিকে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চলছে কাশ্মীের। আর কাশ্মীর পুলিস নিরাপদে জঙ্গিদের অনুপ্রবেশ করতে সাহায্য করছে। এর পরে যদি পুলওয়ামা হামলা নিয়ে কেউ প্রশ্ন তোলেন তাহলে কী বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক? এমনই অভিযোগ করা হয়েছে শিবসেনার মুখপত্রে।

কংগ্রেেসর আক্রমণ

কংগ্রেেসর আক্রমণ

এর আগে দেবেন্দ্র সিংয়ের গ্রেফতারি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। সংসদে কংগ্রেসের দল নেতা পুলওয়ামা হামলার নেপথ্যে কে ছিল এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমনকী পুলওয়ামা হামলার নতুন করে তদন্ত দাবি করেছিলেন অধীর চৌধুরী। কংগ্রেসের এই মন্তব্যের পর বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল কংগ্রেস পাকিস্তানের ভাষায় কথা বলছে।

জঙ্গিদের সঙ্গে গ্রেফতার ডিএসপি

জঙ্গিদের সঙ্গে গ্রেফতার ডিএসপি

কয়েকদিন আগেই দুই হিজবুল শীর্ষ কমান্ডেরের সঙ্গে কাশ্মীরে গ্রেফতার হল ডিএসপি দেবেন্দ্র সিং। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ২০০১ সালে সংসদ হামলার ঘটনায় তাঁর জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। কারণ সেই হামলার ঘটনায় দোষী সাব্যস্ত আফজল গুরুর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল দেবেন্দ্রর।

English summary
Shiv Sena raise question on Kashmir Police role after Devendra Sing arrest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X