For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাথরাস কাণ্ডে যোগীকে খোঁচা শিবসেনার, প্রয়োজনে মুম্বই পুলিশকে দিয়ে তদন্ত করানোর পরামর্শ

হাথরাস কাণ্ডে যোগীকে খোঁচা শিবসেনার, প্রয়োজনে মুম্বই পুলিশকে দিয়ে তদন্ত করানোর পরামর্শ

  • |
Google Oneindia Bengali News

হাথরস গণধর্ষণের প্রতিবাদে উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে দেশের প্রায় সমস্ত বিরোধী দল। যোগীরাজ্যে 'জঙ্গলরাজ-হিটলার রাজ’ চলছে বলেও কটাক্ষ করেন একাধিক বিরোধী নেতা। এমতাবস্থায় এবার বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে রাস্তায় নেমে পড়ল একদা বিজেপির জাতভাই তথা বর্তমানে 'পরম শত্রু’ শিবসেনা।

হাসরথ গণধর্ষণ কাণ্ডে মুম্বই পুলিশের হস্তক্ষেপেরও দাবি

হাসরথ গণধর্ষণ কাণ্ডে মুম্বই পুলিশের হস্তক্ষেপেরও দাবি

আন্দোলনে নেমেই হাথরস গণধর্ষণকাণ্ডে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন তুলতে দেখা যায় মহারাষ্ট্রের এই শাসকদলকে। একইসাথে প্রয়োজনে এই ঘটনায় মুম্বই পুলিশের হস্তক্ষেপেরও দাবি করে তারা। একইসাথে গতকাল হাথরস যাওয়ার পথে যেভাবে পুলিশি হেনাস্থার শিকার হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে।

‘গণতন্ত্রের গণধর্ষণ’, কটাক্ষ সঞ্জয় রাউতের

‘গণতন্ত্রের গণধর্ষণ’, কটাক্ষ সঞ্জয় রাউতের

ন্যায় বিচারের দাবিতে পুলিশের হাতে রাজনৈতিক নেতাদের হেনস্থার ঘটনা ‘গণতন্ত্রের গণধর্ষণ' বলেও কটাক্ষ করতে দেখা যায় শিবসেনার বরিষ্ঠ নেতা সঞ্জয় রাউতকে। এদিকে হাসরথ গণধর্ষণের প্রতিবাদে শুক্রবার শিবসেনার সমর্থক ও কর্মী-সদস্যদের মুম্বইয়ের একাধিক এলাকায় বিক্ষোভ কর্মসূচী পালন করতে দেখা যায়। যোগী আদিত্যনাথের নিয়ন্ত্রণাধীন উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা যায় তাদের।

 সুশান্ত মৃত্যু মামলাতেও সেনা-বিজেপি সংঘাত

সুশান্ত মৃত্যু মামলাতেও সেনা-বিজেপি সংঘাত

এদিকে গত মাসেই বলিউড অভিনেতা সুশান্ত সিং মৃত্যু মামলায় বিপির সঙ্গে একাধিকবার সংঘাতে জড়াতে দেখা গেছে শিবসেনাকে। এমনীক বলিউডে ড্রাগযোগ নিয়েও বিতর্কে জড়ান সেনা শিবিরের নেতারা। এমনকী বিজেপি ঘনিষ্ঠ বলিউড অভিমেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে একাধিকবার বাগ বিতণ্ডায় জড়ান শিবসেনার বরিষ্ঠ নেতা স়্জয় রাউত। উল্টোদিকে সুশান্ত মৃত্যু মামলায় থেকেই তদন্তে একাধিক অস্বচ্ছতার অভিযোগ ওঠে মুম্বই পুলিশের বিরুদ্ধে।

 থানে, চার্চগেটের কাছে যোগী সরকারের বিরুদ্ধে ফেটে পড়েন সেনা কর্মীরা

থানে, চার্চগেটের কাছে যোগী সরকারের বিরুদ্ধে ফেটে পড়েন সেনা কর্মীরা

এদিকে এদিন মুম্বইয়ের থানে, মীরা ভাইন্দর ও চার্চগেটের কাছে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলে সেনা কর্মীরা। প্রতিবাদ কর্মসূচি চলাকালীন সেনা বিধায়ক প্রতাপ সারনায়েক হাথরসের গণধর্ষণের একটি কেস মু্ম্বইয়ে ফাইল করার জন্য রাজ্য পুলিশকে অনুমতি দেওয়ার পক্ষেও সওয়াল করেন। উত্তরপ্রদেশ পুলিশের ব্যর্থতার দিকে আঙুল তুলে প্রয়োজনে মুম্বই পুলিশে হাথরসের তদন্তভার দেওয়ার অনুমতির পক্ষেও জোরালো সওয়াল করেন তিনি।

বাংলায় উদ্বেগ করোনায়! ল্যাবরেটরি বাড়লেও টেস্টিং বাড়ছে না, কমছে না সংক্রমণ বাংলায় উদ্বেগ করোনায়! ল্যাবরেটরি বাড়লেও টেস্টিং বাড়ছে না, কমছে না সংক্রমণ

English summary
shiv sena protests against uttar pradesh yogi adityanath government in hasrath gang rape case in mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X