For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে নির্বাচনে বিজেপিকে ছাড়াই লড়াই করতে পারে শিবসেনা! উদ্ধবের কথায় শরিকি দ্বন্দ্বের ইঙ্গিত

আসন্ন মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে একাই লড়াই করতে পারে শিবসেনা। এর জন্য দলীয় কর্মীদের তৈরি থাকতে বললেন দলের সভাপতি উদ্ধব থ্যাকরে।

  • |
Google Oneindia Bengali News

আসন্ন মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে বিজেপিকে ছাড়া একাই লড়াই করতে পারে শিবসেনা। এর জন্য দলীয় কর্মীদের তৈরি থাকতে বললেন দলের সভাপতি উদ্ধব ঠাকরে। প্রসঙ্গত মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট করেই লড়াই করার কথা শিবসেনার। সূত্রের খবর অনুযায়ী, উদ্ধব ঠাকরে নিজেও একা লড়াই করতে চান না। শেষ পর্যন্ত নির্বাচনের আগে বিজেপির সঙ্গে শিবসেনার জোট নিয়ে আশাবাদী তিনি।

মহারাষ্ট্রে একা লড়াইয়ের ইঙ্গিত শিবসেনার

মহারাষ্ট্রে একা লড়াইয়ের ইঙ্গিত শিবসেনার

সূত্রের খবর অনুযায়ী, নিজের বাসভবন মাতশ্রীতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন উদ্ধব। একা লড়াই করার বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলেও জানা গিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, প্রথমে শিবসেনা ১৪৪ টি আসনের দাবি করেছিল । কিন্তু বিজেপি এতগুলি আসন শিবসেনাকে ছাড়তে রাজি ছিল না। এরপর শিবসেনা ১২০ টি আসন দাবি করে।
তাছাড়া শিবসেনা নির্দিষ্ট সময় অন্তর মুখ্যমন্ত্রী পরিবর্তনের দাবিও করেছিল বলে সূত্রের খবর।

 বিজেপি শিবসেনাকে দিয়েছে ১০৬ টি আসন

বিজেপি শিবসেনাকে দিয়েছে ১০৬ টি আসন

সূত্রের আরও খবর বিজেপির প্রতি অখুশি শিবসেনা প্রধান। কেননা রাজ্যের ২৮৮ টি আসনের মধ্যে শিবসেনাকে ১০৬ টি আসনে লড়াই জন্য বিজেপির তরফে বলা হয়েছে। কিন্তু শিবসেনা ১২০ টি আসনে লড়াই করতে চায়। জোট চূড়ান্ত করার আগে বিজেপির কাছে ১২০ টি আসনের দাবি করেছে শিবসেনা। যদিও ১০৬ টির বেশি আসন বিজেপি দিতে রাজি নয় বলেই জানা গিয়েছে।

জোট করে লড়াইয়ের বার্তা

জোট করে লড়াইয়ের বার্তা

দিন কয়েক আগে উদ্ধব ঠাকরে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মহারাষ্ট্রের মুখ্য দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে একইমঞ্চে। সেখানেই তিনি, জোট করেই লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন।

<strong>[ গুলাম নবি আজাদকে কাশ্মীরে প্রবেশের অনুমতি, গ্রাউন্ড রিপোর্ট চাইল শীর্ষ আদালত]</strong>[ গুলাম নবি আজাদকে কাশ্মীরে প্রবেশের অনুমতি, গ্রাউন্ড রিপোর্ট চাইল শীর্ষ আদালত]

[ জাতীয় স্বার্থ মাথায় রেখে জম্মু ও কাশ্মীরের শান্তি ফিরিয়ে আনতে হবে! কেন্দ্রকে বার্তা শীর্ষ আদালতের][ জাতীয় স্বার্থ মাথায় রেখে জম্মু ও কাশ্মীরের শান্তি ফিরিয়ে আনতে হবে! কেন্দ্রকে বার্তা শীর্ষ আদালতের]

English summary
Shiv Sena prepares to go alone in Maharashtra assembly polls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X