For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভার আসন সমঝোতা নিয়ে দড়ি টানাটানি শুরু হতে পারে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের মধ্যে

রাজ্যসভার আসন সমঝোতা নিয়ে দড়ি টানাটানি শুরু হতে পারে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের মধ্যে

  • |
Google Oneindia Bengali News

আগামী এগ্রিল মাসেই রাজ্যসভা থেকে বিদায় নিতে চলেছেন মহাষ্ট্রারের সাত রাজ্যসভার সাংসদ। সাত সদস্য অবসর গ্রহণের সাথে সাথেই, সংসদের উচ্চ সভায় অতিরিক্ত আসনের জন্য মহারাষ্ট্রের বিকাশ আগাধী সরকারের তিন সহযোগীর মধ্যে দড়ি টানাটানি শুরু হতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

একটি আসনের জন্য সমর্থন লাগবে ৩৭ জন বিধায়কের

একটি আসনের জন্য সমর্থন লাগবে ৩৭ জন বিধায়কের

২৮৮ টি আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় দ্বিবার্ষিক নির্বাচনের এই পর্বে একটি দলের ৩৭ জন বিধায়কের সমর্থন লাগবে একজন রাজ্যসভার সাংসদ নির্বাচন করার জন্য। বর্তমানে ভারতীয় জনতা পার্টির ১০৫ জন বিধায়ক রয়েছেন এবং তারা ইতিমধ্যে এই ক্ষেত্রে নয় জন নির্দল বিধায়ককে সমর্থনও পেয়েছে বলে জানা যাচ্ছে।

ক্ষমতাসীন জোটের কাছে রয়েছে ১৫৪ জন বিধায়ক

ক্ষমতাসীন জোটের কাছে রয়েছে ১৫৪ জন বিধায়ক

অন্যদিকে ক্ষমতাসীন জোটে শিবসেনার ৫৬ জন বিধায়ক রয়েছে এবং জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি ও কংগ্রেসের যথাক্রমে ৫৪ এবং ৪৪ বিধায়ক রয়েছে। বাকি ২০ জন বিধায়কদের মধ্যে কমপক্ষে ১৫ জন জোট সরকারকে সমর্থন করবেন বলে আশা করা হচ্ছে।

অবসরের তালিকায় নাম রয়েছে একাধিক বিশিষ্ট রাজনীতিবিদের

অবসরের তালিকায় নাম রয়েছে একাধিক বিশিষ্ট রাজনীতিবিদের

এদিকে ২রা এপ্রিল অবসর গ্রহণকারী মহারাষ্ট্র থেকে রাজ্যসভার বিদায়ী সাংসদদের মধ্যে রয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ার, তার দলের সহকর্মী মজিদ মেনন, কংগ্রেসের হুসেন দলওয়াই, শিবসেনার রাজকুমার ধুত, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে (আরপিআইএ), বিজেপির অমর সাবল এবং নির্দল সাংসদ সঞ্জয় কাকদে।

English summary
shiv sena ncp congress may start tug of war in rajya sabha seat agreement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X