For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে দফতর বন্টন নিয়ে আলোচনা প্রায় সম্পূর্ণ! বিভেদ দূর করে গুরুত্বপূর্ণ দফতর ভাগ

শপথ নেওয়ার প্রায় দুসপ্তাহ পরে মহারাষ্ট্রে দফতর বন্টন নিয়ে তিন জোটসঙ্গী নির্দিষ্ট লক্ষে পৌঁছেছে বলে সূত্রের খবর।

  • |
Google Oneindia Bengali News

শপথ নেওয়ার প্রায় দুসপ্তাহ পরে মহারাষ্ট্রে দফতর বন্টন নিয়ে তিন জোটসঙ্গী নির্দিষ্ট লক্ষে পৌঁছেছে বলে সূত্রের খবর। এসম্পর্কে খুব শীগগির ঘোষণা করা হতে পারে। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার বিকেলে এনসিপি নেতা অজিত পাওয়ার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেন, তিন শরিকের মধ্যে দফতর ভাগাভাগি চূড়ান্ত করার জন্য। এই বৈঠকে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি বালাসাহেব থোরাটও উপস্থিত ছিলেন।

গুরুত্বপূর্ণ দফতর ভাগ

গুরুত্বপূর্ণ দফতর ভাগ

শিবসেনা সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে স্বরাষ্ট্র দফতর ছাড়াও, নগরোন্নয়ন মন্ত্রক সঙ্গে রাখবেন। অন্যদিকে শারদ পাওয়ারের এনসিপি হাতে যাচ্ছে অর্থ ও আবাসন দফতর। অন্যদিকে কংগ্রেস কর দফতর পেতে পারে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি পূর্ত দফতর কোন দলের হাতে যাচ্ছে।

এখনও আলোচনা জারি

এখনও আলোচনা জারি

সূত্রের খবর অনুযায়ী, শিবসেনা ও এনসিপির মধ্যে স্বরাষ্ট্র এবং নগরোন্নয়ন দফতর নিয়ে আলোচনা জারি রয়েছে। তবে খুব তাড়াতাড়ি বিরোধ দূর করা যাবে বলে মনে করছে তারা।

বিজেপির সঙ্গে ছাড়াছাড়ি

বিজেপির সঙ্গে ছাড়াছাড়ি

অক্টোবরের নির্বাচনে বিজেপি ও শিবসেনা একসঙ্গে লড়াই করলেও, মুখ্যমন্ত্রীর পদের ভাগ নিয়ে দুপক্ষের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। ৩০ বছরের জোট ছেড়ে বেরিয়ে যায় শিবসেনা। এরপর তারা কংগ্রেস ও শিবসেনার সঙ্গে হাত মেলায়।

উদ্ধব ঠাকরের শপথ

উদ্ধব ঠাকরের শপথ

এইমধ্যে দেবেন্দ্র ফড়নবিশ ৩ দিনের জন্য মুখ্যমন্ত্রী হন । তারপরেই অবশ্য ৫৯ বছরের উদ্ধব ঠাকরে ২৮ নভেম্বর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। যদিও পরবর্তী সময়ে তিনদলের মধ্যে দফতর বন্টন সম্পন্ন হয়নি।

English summary
Shiv Sena NCP Congress coalition govt in Maharashtra seems to have been an understanding on portfolio
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X