For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবসেনা সাংসদদের আসন বদল রাজ্যসভাতেও! সম্পর্ক ছিন্ন করে মোক্ষম বার্তা বিজেপিকে

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর রাজ্যসভাতেও শিবসেনার সংসদ সদস্যরা প্রান্ত বদল করলেন। সংসদের উচ্চসভায় শিবসেনা সাংসদরা।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর রাজ্যসভাতেও শিবসেনার সংসদ সদস্যরা প্রান্ত বদল করলেন। সংসদের উচ্চসভায় শিবসেনা সাংসদরা এখন থেকে বিরোধী আসনে বসবেন। শিবসেনার তরফে জানানো হয়েছে সাংসদ অনিল দেশাই এবং সঞ্জয় রাউত সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন বিরোধী বেঞ্চে বসবেন।

শিবসেনা সাংসদদের আসন বদল সংসদে! মোক্ষম বার্তা বিজেপিকে

শিবসেনা জানিয়েছে, তারা সংসদের শীতকালীন অধিবেশন প্রাক্কালে এনডিএ-র কোনও বৈঠকে অংশ নেবে না। মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য কংগ্রেস ও এনসিপির সঙ্গে আলোচনা চালাচ্ছে শিবসেনা। সেই মোতাবেক তারা এনডিএ ছেড়ে বেরিয়ে আসে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এখন কেবল অপেক্ষা।

শিবসেনা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছিল যে, মহারাষ্ট্রে সরকার গড়তে হর্স ট্রেডিং করছে বিজেপি। উল্লেখ্য, ১২ নভেম্বর থেকে রাষ্ট্রপতি শাসন চলছে মহারাষ্ট্রে। ২৪ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল যায় বিজেপি-শিবসেনা জোটের অনুকূলে। তারপরই শুরু হয় দুই শরিকের মুখ্যমন্ত্রী পদ নিয়ে দড়ি টানাটানি। তার জেরে ছিন্ন হয়ে যায় উভয় দলের ৩০ বছরের সম্পর্ক। শিবসেনা নরেন্দ্র মোদী ক্যাবিনেটের একমাত্র মন্ত্রী অরবিন্দ সাওয়ান্ত পদত্যাগ করেছেন।

এনডিএ থেকে বেরিয়ে আসা শিবসেনার কেবল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া বাকি আছে। তার আগেই শিবসেনা স্পষ্ট করে দিন তারা ১৭ নভেম্বর এনডিএ-র বৈঠকে যোগ দিচ্ছেন না। সেনা, এনসিপি এবং কংগ্রেস তাদের প্রস্তাবিত জোট সরকারের ভিত্তিতে একটি কমন ন্যূনতম কর্মসূচির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

একইদিনে এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী রবিবার দিল্লিতে বৈঠক করবেন। শিবসেনার সঙ্গে জোট গঠন ও জোট সরকার নিয়ে আলোচনা করবেন বলেও এক বিবৃতিতে জানানো হয়েছে। আগের দিনই সেনার মুখপত্র 'সামান'য় রাজ্য বিজেপি প্রধান চন্দ্রকান্ত পাটিলের এক বিবৃতি নিয়ে সমালোচনা করা হয় সম্পাদকীয়তে।

English summary
Shiv Sena MPs has been changed seats in Rajya Sabha after leaving NDA. Shiv Sena again gives strong message to Bharatiya Janata Party.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X