For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসের মাথায় ময়লা জমে, সাভারকরকে নিয়ে বুকলেট প্রকাশ প্রসঙ্গে তোপ সেনার সঞ্জয় রাউতের

Google Oneindia Bengali News

দেশভক্ত হিসাবে সাভারকারের যোগ্যতা নিয়ে প্রশ্ন করায় কংগ্রেসকে এক হাত নিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। কংগ্রেসের একটি হিন্দি পুস্তক, সেবা দলে সম্প্রতী দাবি করা হয়, সভারকার ও নাথুরাম গডসের মধ্যে সমকাম যৌনতার সম্পর্ক ছিল। যার জেরে বেজায় চটেছেন সেনা সাংসদ সঞ্জয় রাউত।

সঞ্জয়ের অভিযোগ

সঞ্জয়ের অভিযোগ

সঞ্জয় অভিযোগ করেন কংগ্রেসের মাথায় ময়লা ভরা, তাই এসব বলছে। তিনি বলেন, 'বীর সাভারকর এক মহান ব্যক্তি ছিলেন। একটি রাজনৈতিক দলের একাংশ ক্রমাগত তাঁর বিরুদ্ধে কথা বলে যায়। এতেই স্পষ্ট যে তাদের মাথায় কতটা ময়লা জমে।'

কংগ্রেসের বুকলেট ঘিরে ঝড়

কংগ্রেসের বুকলেট ঘিরে ঝড়

সর্বভারতীয় কংগ্রেসের সেবাদলের একটি বুকলেট ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। সেখানে বিনায়ক দামোদর সভারকারকে 'সমকামী' আখ্যা দেওয়া হয়েছে। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়ে গিয়েছে। বুকলেটে বলা হয়েছে সাভারকরের সঙ্গে সম্পর্ক ছিল মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের। মধ্যপ্রদেশ কংগ্রেসের একটি অনুষ্ঠনে সেবাদলের সদস্যদের মধ্যে বিলি করা হয়েছে একটি বুকলেট। যার নাম 'সাভরকর কিতনে বীর'। সেখানেই এই দাবি করা হয়।

'আরএসএস হিটলার ও মুসোলিনির থেকে অনুপ্রাণিত হয়'

'আরএসএস হিটলার ও মুসোলিনির থেকে অনুপ্রাণিত হয়'

সাভরকরের সঙ্গে নাথুরাম গডসের সম্পর্ক ছাড়াও সেখানে বলা হয়েছে, আরএসএস ও সাভরকরই ভারত ভাগের জন্য দায়ী। এছাড়াও সংখ্যালঘুদের নিয়ে একাধিক বিতর্কিত বিষয় সেই বুকলেটে উঠে এসেছে বলে খবর। কংগ্রেসের সেবাদলের ওই বইটিতে লেখা রয়েছে, গেরুয়া শিবির ন্যাৎসি ও ফ্যাসিবাদ থেকে অনুপ্রাণিত হয়। ১৯৩০ সালে ও ১৯৪০ সালে আরএসএস হিটলার ও মুসোলিনির থেকে অনুপ্রাণিত হয়।

পাল্টা তোপ বিজেপির

পাল্টা তোপ বিজেপির

এদিকে বিজেপির দাবি, বীর সাভারকারকে ইন্দিরা গান্ধী শ্রদ্ধা করতেন বলেই সাভারকারের নামে তৈরি হয়েছে স্ট্যাম্প। ফলে কংগ্রেস ওই বুকলেটে যেন 'তথ্য সঠিক' করে প্রকাশ করে, তার দাবি তুলেছে বিজেপি। এবার কংগ্রেসের এই বুকলেটের বিরোধিতায় ময়দানে নামলেন সেনা সাংসদ সঞ্জয় রাউতও।

English summary
shiv sena mp sanjay raut attacks congress after booklet claimed savarkar homosexual
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X