For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিবসেনায় সংকট: দলত্যাগ বিরোধী আইন থেকে কি বাঁচতে পারবেন বিদ্রোহী একনাথ, ঠিক কতজনের সমর্থন দরকার

মহারাষ্ট্রের (Maharashtra) মহা বিকাশ আঘাধি সরকারে টালমাটাল পরিস্থিতি। শিবসেনার মন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde ) রাজনৈতিক ঘর বদলের ইচ্ছায় দলের বেশ কয়েকজন মন্ত্রীকে নিয়ে সুরাতে চলে গিয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছি

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের (Maharashtra) মহা বিকাশ আঘাধি সরকারে টালমাটাল পরিস্থিতি। শিবসেনার মন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde ) রাজনৈতিক ঘর বদলের ইচ্ছায় দলের বেশ কয়েকজন মন্ত্রীকে নিয়ে সুরাতে চলে গিয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, অন্তত ১২ জন বিধায়ককে (MLA) সঙ্গে নিয়ে গিয়েছেন তিনি। তবে অন্য একটি সূত্র বলছে বিধায়কদের সংখ্যাটা প্রায় ৩৪ হতে পারে। তবে মন্ত্রী একনাথ শিন্ডে কি দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে পারবেন, সেই প্রশ্নও উঠছে।

একনাথের প্রয়োজন দুই-তৃতীয়াংশের সমর্থনের

একনাথের প্রয়োজন দুই-তৃতীয়াংশের সমর্থনের

শিবসেনার মন্ত্রী যদি দলত্যাগ বিরোধী আইন থেকে বাঁচতে চান, তাহলে দলে তাঁর দুই তৃতীয়াংশ বিধায়কে সমর্থনের প্রয়োজন। বিধানসভায় বর্তমানে শিবসেনার আসন সংখ্যা ৫৫। সেক্ষেত্রে তিনি যদি বিজেপিকে সমর্থন করতে চান তাহলে শিবসেনার ৩৭ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। জানা গিয়েছে, একনাথ শিন্ডে দলের প্রতি অসন্তুষ্ট। তাঁকে দলের গুরুত্বপূর্ণ নীতি কৌশল প্রণয়নে গুরুত্ব দেওয়া হয়নি।

 বিধান পরিষদ নির্বাচনে বিজেপি ও এমভিএ

বিধান পরিষদ নির্বাচনে বিজেপি ও এমভিএ

এমভিএ জোটের অভ্যন্তরীণ অস্থিরতা কাজে লাগাতে বিজেপি মহারাষ্ট্রে ফ্লোর টেস্টের দাবি তুলতে পারে। বিজেপির দাবি এমভিএ সরকারের অভ্যন্তরে তীব্র অসন্তোষ রয়েছে। বিজেপির আরও দাবি বিধান পরিষদ নির্বাচনেই দেখা গিয়েছে কীভাবে সেখানে শিবসেনা এবং কংগ্রেস তাদের নিজেদের এবং নির্দলদের সমর্থন হারিয়েছে।

প্রসঙ্গত বিধান পরিষদ নির্বাচনে বিজেপি ১৩৩ জনের সমর্থন পায়। তুলনায় তারা বেশি ভোট পায় সেখানে তারা ৫ জন প্রার্থী জেতাতে পেরেছে। অন্যদিকে এমভিএ ১৫২ ভোট পেয়ে ৫ জনকে নির্বাচিত করে।

মহারাষ্ট্র বিধানসভায় রাজনৈতিক অবস্থান

মহারাষ্ট্র বিধানসভায় রাজনৈতিক অবস্থান

২৮৮ সদস্য বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ১০৫, শিবসেনার ৫৫, কংগ্রেসের ৪৪ এববং এনসিপির ৫৪ জন সদস্য রয়েছেন। ছোট দল ও নির্দল বিধায় কের সংখ্যা ২৯ জন। অন্যদিকে গোষ্ঠীর নিরিখে মহা বিকাশ আঘাধি সরকারের পক্ষে সমর্থন রয়েছে ১৬৮ জন বিধায়কের সমর্থন। অন্যদিকে বিজেপি ও সহযোগীদের সমর্থন রয়েছে ১১৩ জনের। অন্য ছাড়াও অন্যরা ৬। একটি আসন শূন্য রয়েছে। কোনও সরকার গঠন করতে গেলে অন্তত ১৪৪ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। সেক্ষেত্রে বিজেপির প্রয়োজন অন্তত ৩১ জন বিধায়কের সমর্থন।

আড়াই বছরে তিনবার সরকার ভাঙার চেষ্টা

আড়াই বছরে তিনবার সরকার ভাঙার চেষ্টা

২০১৯-এ বিজেপির সঙ্গে বিধানসভা নির্বাচনে লড়াই করেও, মুখ্যমন্ত্রীত্বের প্রশ্নে বিরোধের জেরে শিবসেনা কংগ্রেস ও এনসিপিকে নিয়ে সরকার গঠন করে। তারপর থেকে একাধিকবার সরকার ফেলা চেষ্টা হয়েছে। এদিন দিল্লিতে রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী নিয়ে বৈঠকের আগে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বলেন, গত আড়াই বছরে ৩ বার মহারাষ্ট্রে সরকার ফেলার চেষ্টা হয়েছে। তিনি জানিয়েছেন, এদিনের বৈঠকের পরে তিনি মুম্বই গিয়ে শরিক নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোনা করবেন।

দেশে গমের ফলন কমে ২০ বছরের সর্বনিম্ন! জলবায়ু সংকটের প্রভাবে ঋণের ফাঁদ আঁকড়ে ধরছে কৃষকদেরদেশে গমের ফলন কমে ২০ বছরের সর্বনিম্ন! জলবায়ু সংকটের প্রভাবে ঋণের ফাঁদ আঁকড়ে ধরছে কৃষকদের

English summary
Shiv Sena Minister Eknath Shinde need supports of atleast 37 party MLAs to avoid anti defection law
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X