মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! আক্রমণ শিবসেনাকে
মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারির প্রায় ২৪ ঘন্টা পর মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, ভারতে মহারাষ্ট্রের মতো অন্য কোনও রাজ্য সরকার গঠনের জন্য এত বেশি সময় পায়নি। বিরোধীরা মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে প্রশ্ন তোলার ফলেই অমিত শাহের এই উত্তর। পাশাপাশি মুখ্যমন্ত্রীত্ব নিয়ে শিবসেনার দাবি, গ্রহণযোগ্য ছিল না বলেও জানিয়েছেন তিনি।

শিবসেনাকে আক্রমণ
মহারাষ্ট্রে বিজেপি ও শিবসেনার মধ্যে জোট ভেঙে যাওয়ায় অমিত শাহ শিবসেনাকেই আক্রমণ করলেন। তিনি বলেছেন, বিজেপি সবসময়ই বলে এসেছে দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু শিবসেনা নতুন দাবি নিয়ে উপস্থিত হয়েছিল। যা গ্রহণযোগ্য ছিল না।

'বারবার বলা হয়েছে দেবেন্দ্র ফড়নবিশই মুখ্যমন্ত্রী হবেন'
অমিত শাহ বলেছেন, বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এবং তিনি বারবার জনসমক্ষে বলেছেন যদি তাদের জোট জয়ী হয়, তাহলে দেবেন্দ্র ফড়নবিশই মুখ্যমন্ত্রী হবেন। সেই সময় কেউই এর বিরোধিতা করেননি। কিন্তু নির্বাচনের পরে শিবসেনা নতুন দাবি নিয়ে উপস্থিত হয়েছে। যা বিজেপির পক্ষে কখনই গ্রহণযোগ্য ছিল না।

রাষ্ট্রপতি শাসন নিয়ে মহারাষ্ট্রকে বেশি সময়
মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে অমিত শাহ বলেন, এর আগে কোনও রাজ্যকে সরকার গড়তে এত সময় দেওয়া হয়নি। ১৮ দিন সময় দেওয়া হয়েছিল মহারাষ্ট্রকে, বলেছেন তিনি।

'কেউই সরকার গঠনে দাবি জানায়নি'
বিধানসভায় মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর রাজ্যপাল রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু শিবসেনা, বিজেপি, কংগ্রেস কিংবা এনসিপি, কেউই সরকার গঠনের দাবি জানায়নি। যদিও আজও কোনও দলের কাছে সংখ্যা থাকে তাহলে তারা রাজ্যপালের কাছে যেতে পারেন বলেও জানিয়েছেন তিনি।