For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'তাদের কাছে চাঁদ, তারা চাইনি', বিজেপির সঙ্গে জোট ভাঙা নিয়ে মন্তব্য উদ্ধব ঠাকরের

Google Oneindia Bengali News

শিবসেনা প্রধান এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ফের জোট ভাঙার জন্যে পুরোনো শরিক বিজেপিকে দায়ী করলেন। নতুন রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠার পরও শিব সেনা যেন বিজেপির সঙ্গে জোট ভাঙা হজম করতে পারছে না। জোট ভাঙা প্রসঙ্গে বিজেপিকে তোপ দেগে উদ্ধব বলেন, 'বিজেপি তাদের প্রতিশ্রুতি মতো মুখ্যমন্ত্রিত্ব নিয়ে ৫০-৫০ ফর্মুলা না মানাতেই আমাদের তাদের সঙ্গ ত্যাগ করতে হয়।' তারপর তিনি আরও বলেন, 'আমরা তো তাদের থেকে চাঁদ, তারা চাইনি। আমরা ন্যায্য দাবি করেছিলাম।'

সিএএ নিয়ে দোটানায় শিবসেনা

সিএএ নিয়ে দোটানায় শিবসেনা

বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেস ও এনসিপির হাত ধরায় মহা আঘাড়ি জোটকে অনৈতিক আখ্যা দিয়েছিল বিজেপি। তবে সেই অভিযোগকে উড়িয়ে দেন সেনা প্রধান। পাশাপাশি হিন্দুত্ব মতবাদ শিবসেনা ছাড়েনি বলেও দাবি করেন উদ্ধব ঠাকরে। প্রসঙ্গত সিএএ পাশ পরবর্তী সময় থেকেই শিবসেনার রাজনৈতিক মত নিয়ে সংশয় দেখা দিয়েছে। লোকসভায় সিএএ-র সমর্থন করলেও রাজ্যসভায় সিএএ নিয়ে ভোটাভুটি থেকে বিরত থাকে শিবসেনা। ভোটদানে বিরত থাকার মূল কারণ অবশ্য জোট সঙ্গীদের চাপ।

সিএএ-কে বিভেদমূলক আখ্যা

সিএএ-কে বিভেদমূলক আখ্যা

এদিকে সিএএ সমর্থন করেও বহুবার এই আইনকে বিভেদমূলক বলে আখ্যা দিয়েছেন সেনা প্রধান। সিএএ নিয়ে চলা দেশের সব প্রান্তের বিক্ষোভ সামাল দিতে বিজেপি সরকারের পদক্ষেপের সমালোচনাও করেছেন তিনি। তবে এদিকে নিজে মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে সিএএ বিরোধীদের সরিয়েছে উদ্ধব ঠাকরের পুলিশ।

মতাদর্শের নিরিখে কোথায় দাঁড়িয়ে শিবসেনা?

মতাদর্শের নিরিখে কোথায় দাঁড়িয়ে শিবসেনা?

মহারাষ্ট্রে কংগ্রেস ও এনসিপির সঙ্গে জোট গড়ে সরকার গড়ার পর থেকেই পূর্বতন অনেক মতাদর্শ থেকে সরে আসতে বাধ্যে হয়েছে শিবসেনা। নাগরিকত্ব আইন নিয়ে শুরু থেকেই সেভাবে নিজের অবস্থান স্পষ্ট করেনি শিবসেনা। তবে দেশে যে মুসলিম অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই, তা কয়েকদিন আগেই ফের স্পষ্ট করে দেয় শিবসেনা। তবে সেটি তাদের করতে হয়েছিল হিন্দুত্ব ট্যাগটি বাঁচাতে। কারণ কংগ্রেসের সঙ্গে হাত মেলানোয় শিবসেনার হিন্দুত্ব ট্যাগে কিছুটা হলেও কালি লেগেছে বলে মনে করা হচ্ছে। আর সেই স্থানই দখল করতে চাইছে রাজ ঠাকরের এমএনএস।

এনআরসি বা এনপিআর হতে দেবেন না

এনআরসি বা এনপিআর হতে দেবেন না

তবে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করার কথা বললেও শিবসেনা প্রধান জানিয়ে দেন যে মহারাষ্ট্রে এনআরসি বা এনপিআর হতে দেবেন না তারা। রাজ্যে কোনও এনআরসি চালু হবে না বলে হুঙ্কার দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। এতে আরও বেশি শিবসেনা-বিজেপি দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

বিজেপিকে আক্রমণ

বিজেপিকে আক্রমণ

এদিন বিজেপিকে আক্রমণ করে উদ্ধব বলেন, 'বহু কংগ্রেস, এনসিপি নেতাকে বিজেপিতে নিজেদের দলে নিয়ে সাংসদ এবং বিধায়ক করেছে এর আগে। সেটা কি আদর্শের ভিত্তিতে ছিল? যে নেতারা মোদীকে আক্রমণ করেছিলেন, তাদের বিজেপিতে নেওয়া হয়েছিল এবং পরে মোদী গিয়ে তাদের পক্ষে প্রচার চালিয়েছিলেন। এটা কোন ধরণের নৈতিকতা? আমাদের সেগুলি থেকে নৈতিকতা শেখার দরকার নেই।'

বিজেপি-পিডিপি জোট নিয়ে জোট

বিজেপি-পিডিপি জোট নিয়ে জোট

এরপর কাশ্মীরে বিজেপি-পিডিপি জোট সরকারের প্রসঙ্গ মনে করে দিয়ে উদ্ধব ঠাকরে বলেন, 'তারা সেখানে বিচ্ছিন্নতাবাদীদের সাথে হাত মিলিয়েছিল এবং সন্ত্রাসীদের সাথে আলোচনার পরে সরকার গঠন করা হয়েছিল।'

English summary
shiv sena leader uddhav tackeray again lashed out at bjp for break of alliance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X