For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনডিএ থেকে সরে আসতেই বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার অভিযোগ শিবসেনা নেতার

Google Oneindia Bengali News

কর্নাটকের বেলগাভীতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। এমনই অভিযোগ আনলেন শিবসেনা সাংসদ তথা দলের মুখপাত্র সঞ্জয় রাউত। প্রসঙ্গত, শনিবার বেলগাভীতে এক মারাঠি সাংস্কৃতিক এবং সাহিত্য অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে যান সঞ্জয় রাউত। তবে অনুষ্ঠানে যোগ দিতে দেওয়া হয়নি তাঁকে। এরপর তিনি বেলগাভী বিমানবন্দরে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন যে পুলিশ তাঁকে এক অজ্ঞাত স্থানে নিয়ে যাচ্ছে।

বিজেপির বিরুদ্ধে সঞ্জয়ের অভিযোগ

বিজেপির বিরুদ্ধে সঞ্জয়ের অভিযোগ

এর আগে শুক্রবার সঞ্জয় অভিযোগ করেন যে কর্নাটকের বিজেপি সরকার তাঁকে বেলগাভীতে ঢুকতে দিচ্ছে না। এর আগে মহারাষ্ট্রের মন্ত্রী রাজেন্দ্র পাতিল ইয়েদ্রাভকরকেও শুক্রবার কর্ণাটকের বেলাগাভীতে যাওয়া থেকে আটকানো হয় এবং সেখানে বক্তব্য দেওয়া থেকে বিরত রাখা হয়। তাঁর সঙ্গে পুলিশ হাতাহাতি করেছে বলেও অভিযোগ তোলেন তিনি।

মুম্বই বিমানবন্দরে হুঁশিয়ারি সঞ্জয়ের

আজ বেলগাভীর উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মুম্বই বিমানবন্দরে সাংবাদিকদের সঞ্জয় বলেন, 'পাকিস্তান, বাংলাদেশ থেকে শরণার্থীরা ভারতে আসতে পারে। রোহিঙ্গারা এদেশে আসতে পারে। তবে আমাকে কেন কর্নাটকে যেতে দেওয়া হবে না। হ্যাঁ মানছি যে এই স্থানটিকে নিয়ে বিবাদ রয়েছে। তবে এর জেরে একে অপরের উপরে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে? আমি সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলব। নিষেধাজ্ঞা জারি করা থাকলে থাকবে।'

নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখানে যাওয়ায় আটকায় কর্নাটকের পুলিশ

১৯৮০-র দশকে ভাষা নিয়ে দাঙ্গায় মারা যাওয়া মারাঠিপন্থী কর্মীদের স্মরণে শহিদ দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাতেই যোগ দেওয়ার কথা ছিল সঞ্জয় রাউত ও মহারাষ্ট্রের মন্ত্রী রাজেন্দ্র পাতিল ইয়েদ্রাভকরের। নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখানে যাওয়ায় তাঁদের আটকায় কর্নাটকের পুলিশ।

English summary
Shiv Sena leader Sanjay Raut stopped fro attending pro marathi program in Belgaum karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X