For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ ইস্যুতে ফের কাছাকাছি সেনা-বিজেপি! মোদীর লেহ সফরের প্রশংসায় পঞ্চমুখ শিবসেনা নেত্রী

Google Oneindia Bengali News

বিজেপির সঙ্গে দীর্ঘ সম্পর্কে ছেদ ঘটিয়ে কংগ্রেসের হাত ধরে মহারাষ্ট্রের মসনদে বসেছিল শিবসেনা। তবে সেনা, এনসিপি, কংগ্রেসের এই ত্রিফলা জোট পদে পদে ঠোকর খেয়েছে একে অপরের মতাদর্শের সঙ্গে মানিয়ে নিতে না পারায়। এই আবহেই করোনা হানায় জর্জরিত হয় মহারাষ্ট্র। লাদাখে ভারত-চিন সংঘর্ষেও গর্জে ওঠে পুরো দেশ।

বিজেপি-সেনা সমীকরণ

বিজেপি-সেনা সমীকরণ

এই সব সমীকরণের মাঝেই কী এবার ফের বিজেপি-সেনা সম্পর্ক জোড়া লাগছে ধীরে ধীরে? প্রশ্নটা মাঝেই মাঝেই উঠছে। এদিন ফের সেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীর এক টুইটে এই জল্পনাতে উস্কানি মেলে। প্রসঙ্গত, এদিন লাদাখ সফরে গিয়ে প্রধানমন্ত্রী সেনার মনোবল বাড়ান।

মোদীর প্রশংসায় সেনা নেত্রী

মোদীর প্রশংসায় সেনা নেত্রী

এই সব সমীকরণের মাঝেই কী এবার ফের বিজেপি-সেনা সম্পর্ক জোড়া লাগছে ধীরে ধীরে? প্রশ্নটা মাঝেই মাঝেই উঠছে। এদিন ফের সেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীর এক টুইটে এই জল্পনাতে উস্কানি মেলে। প্রসঙ্গত, এদিন লাদাখ সফরে গিয়ে প্রধানমন্ত্রী সেনার মনোবল বাড়ান।

কী বলেন সেনা নেত্রী?

কী বলেন সেনা নেত্রী?

প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে এদিন প্রিয়াঙ্কা টুইট করেন, 'প্রধানমন্ত্রী মোদীর এই লেহ সফর সেনার মধ্যে এক নতুন উদ্দীপনা ছড়িয়ে দেবে। এটা দেশের জন্য ভালো বার্তা বয়ে আনবে। মোদীর ভুল বয়ানের জন্য যদি সবাই তাঁর মুণ্ডপাত করে, তবে তাঁর এই কাজের জন্য সবার তাঁর প্রশংসা করা উচিত।'

ঠাকরেকে সাহায্য করেন মোদী ?

ঠাকরেকে সাহায্য করেন মোদী ?

প্রসঙ্গত, উদ্ধব ঠাকরের মুখ্যমন্ত্রিত্ব যখন করোনা আবহে প্রশ্নের মুখে পড়েছিল, তখন একপ্রকার মোদীর হস্তক্ষেপেই তা টিকে যায় বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত। করোনা আবহে মহারাষ্ট্রের বিধান কাউন্সিলের নির্বাচন যখন আটকে গিয়েছিল তখন ঠাকরে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই সেই জট খুলে যায়।

ভোরেই লেহ-র নিমুতে পৌঁছান প্রধানমন্ত্রী

ভোরেই লেহ-র নিমুতে পৌঁছান প্রধানমন্ত্রী

সূত্রের খবর, আজ ভোরেই লেহ-র নিমুতে পৌঁছান প্রধানমন্ত্রী। আহত জওয়ানদের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলেন। বায়ুসেনা, আটিবিপি-র সঙ্গে কথা বলেন মোদী। সেনা আধিকারিকরা পরিস্থিতির কথা জানান তাঁকে। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভানে। সিডিএস বিপিন রাওয়াত পূর্ব লাদাখের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেবেন প্রধানমন্ত্রীকে।

<strong>চিনা অ্যাপ ব্যান করেও খান্ত হয়নি ভারত! বেজিংয়ের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে কোন পদক্ষেপ দিল্লির</strong>চিনা অ্যাপ ব্যান করেও খান্ত হয়নি ভারত! বেজিংয়ের উপর আন্তর্জাতিক চাপ বাড়াতে কোন পদক্ষেপ দিল্লির

English summary
Shiv Sena leader Priyanka Chaturvedi said, PM Modi's visit to Leh should be lauded
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X