For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বই পুরসভায় ফের ক্ষমতা জাহির, মেয়র হচ্ছেন শিবসেনা নেত্রী কিশোরী পদনেকর

মুম্বইয়ে পুরসভাতেও ফের ক্ষমতা জাহির করল শিবসেনা। শিবসেনা নেত্রী কিশোরী পদনেকর নির্বাচিত হলেন মুম্বইয়ের মেয়র।

Google Oneindia Bengali News

মুম্বইয়ে পুরসভাতেও ফের ক্ষমতা জাহির করল শিবসেনা। শিবসেনা নেত্রী কিশোরী পদনেকর নির্বাচিত হলেন মুম্বইয়ের মেয়র। সংখ্যার নিরিখে হালে পানি পাবে না বুঝতে পেরে আগে থেকেই মেয়র নির্বাচন থেকে সরে এসেছিল বিেজপি।

মেয়র পদ শিবসেনার দখলে

মেয়র পদ শিবসেনার দখলে

বিজেপি আগেই সরে এসেছে নির্বাচন থেেক। গতকাল ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু কোনও ভাবে সংখ্যা পাবে না বুঝতে পেরে আগে থেকেই মেয়র পদের নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় শিবসেনা। এখনও পর্যন্ত মেয়র পদে একমাত্র কিশোরী পদনেকরেরই মনোনয় জমা পড়েছে। ডেপুটি মেয়র পদেও প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। সুহাস ওয়াডরেকররে ডেপুটি মেয়র পদে প্রার্থী করেছে শিবসেনা। ২২ তারিখ নির্বাচন হওয়ার কথা। কিন্তু আগেই এক প্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছে শিবসেনার মেয়র প্রার্থী।

দেশের সবচেয়ে ধনী পুরসভা

দেশের সবচেয়ে ধনী পুরসভা

এখনও পর্যন্ত দেশের সবচেয়ে ধনী পুরসভা বৃহন্মুম্বই পুর নিগম। বছরে ৩০,০০০ কোটি টাকার বাজেট পেশ হয় এই পুরসভায়। ১৯৯৬ সাল থেকে মুম্বই পুরসভায় মেয়র পদ দখলে রেখেছে শিবসেনা। এবারও তার অন্যথা হয়নি। শিবসেনার দাপটে বিন্দু মাত্র চিড় ধরাতে পারেনি বিজেপি। চেষ্টা যে হয়নি তা নয়। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আসন সংখ্যা বাড়ানোর চেষ্টা করেছে বিজেপি। কিন্তু কংগ্রেস সেই আশায় জল ঢেলে দিয়েছে। প্রথমে বিজেপির সমর্থন পেলেও শেষ ২ বছর শিবসেনা একক ভাবে দখলে রেখেছে মুম্বই পুরসভা।

 শিবসেনা—বিজেপি দ্বন্দ্ব প্রকট

শিবসেনা—বিজেপি দ্বন্দ্ব প্রকট

মহারাষ্ট্রের মেয়র পদের নির্বাচনেও প্রকটভাবে দেখা দিল শিবসেনা-বিজেপি সংঘাত। কোনওভাবেই শিবসেনার কাছে হালে পানি পাচ্ছে না বিজেপি। বিধানসভার মতোই কোনঠাসা অবস্থা হয়েছে মুম্বই পুরসভাতেও। লড়াইয়ে নেমে যাতে মুখ না পোড়ে সেকারণে আগে থেকে মেয়র পদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বিজেপি।

'ত্রিপুরার হেরিটেজ বোমা বিস্ফোরণে ওড়ানোর চেষ্টা করেছিল মুঘলরা', ফের খবরে বিপ্লব দেব 'ত্রিপুরার হেরিটেজ বোমা বিস্ফোরণে ওড়ানোর চেষ্টা করেছিল মুঘলরা', ফের খবরে বিপ্লব দেব

English summary
Shiv Sena leader Kishori Padenkar to be mayor of Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X