For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সঞ্জয় রাউতের উপর লাগাম টানল শিবসেনা, নেওয়া হল চরম পদক্ষেপ

দলের বক্তব্য সাংবাদ মাধ্যমে বলতে পারবেন না সঞ্জয় রাউত। কড়া সিদ্ধান্ত নিল শিবসেনা। সামনার এডিটরের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। নির্দেশিকা জারি করে শিবসেনার পক্ষ থেকে চার জন নেতার নাম উল্লেখ করা

Google Oneindia Bengali News

দলের বক্তব্য সাংবাদ মাধ্যমে বলতে পারবেন না সঞ্জয় রাউত। কড়া সিদ্ধান্ত নিল শিবসেনা। সামনার এডিটরের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে। নির্দেশিকা জারি করে শিবসেনার পক্ষ থেকে চার জন নেতার নাম উল্লেখ করা হয়েছে যাঁরা ভোটের ফলাফলের দিন দলের বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ করবেন। তার মধ্যে কোনও ভাবেই জায়গা দেওয়া হয়নি সঞ্জয় রাউতকে।

সঞ্জয় রাউতের উপর লাগাম টানল শিবসেনা, নেওয়া হল চরম পদক্ষেপ

দলের মিডিয়া বিভাগের প্রধান হর্ষল প্রধান সাংবাদ মাধ্যমগুলিকে লিখিত অনুরোধ পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে দল নির্ধারিত মুখপত্র ছাড়া কারোর কাছে যেন কোনও প্রতিক্রিয়া নেওয়া না হয়। এই তালিকায় রয়েছেন সুরজ চৌহ্বান, সচিন অধির, বরুণ সরদেশাই, হেমরাজ শাহ, সাঁইনাথ দুর্গে, কিশোর খানহারে, শীতল মাহাতে, শুভা রাউল। প্রিয়াঙ্কা চতুর্বেদীর নামও রয়েছে তািলকায়।
সঞ্জয় রাউতের সঙ্গে দলের এই বিমাতৃ সুলভ আচরণের মূল কারণ হল বিধানসভা ভোটের আগে জোট শরিক বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করা। এদে জোটে ফাটল ধরতে পারে এই আশঙ্কাতেই শিবসেনার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

English summary
Shiv Sena has excluded Sanjay Raut to speak on behalf of the party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X