For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে রাজ্যসভায় ইউটার্ন নিতে চলেছে শিবসেনা

নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে রাজ্যসভায় ইউটার্ন নিতে চলেছে শিবসেনা

Google Oneindia Bengali News

লোকসভায় পাস হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। তাতে সমর্থন জানিয়েছে বিজেপির পুরনো শরিক শিবসেনা। এবার রাজ্যসভায় বিলটি পেশ করার কথা। তার আগেই আবার নিজের ভিন্ন অবস্থান জানিয়েছে শিবসেনা। রাজ্যসভায় বিলটির বিরোধিতা করবে তারা। এমনই জানিয়েছে শিবসেনা।

লোকসভায় সমর্থন

লোকসভায় সমর্থন

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিলটি সমর্থন জানাবে বলেই আগেই জানিয়েছিল শিবসেনা। সেই মতো সমর্থনও জানিয়েছে তারা। শিবসেনার এই সিদ্ধান্ত কিছুটা হলেও অস্বস্ততে পড়েছিল কংগ্রেস। যদিও শিবসেনা নতা সঞ্জয় রাউত জানিয়েছিলেন রাজ্য স্তরে তারা কংগ্রেসের সঙ্গে জোট গড়লেও। জাতীয় স্তরে তাঁদের এক অবস্থান নাও হতে পারে। লোকসভার ৩১১ জন সদস্যের বিলটির পক্ষে ভোট দিয়েছিল। বিপক্ষে ভোট পড়েছিল মাত্র ৮০টি।

ভোট রাজনীতি চলবে না

ভোট রাজনীতি চলবে না

নাগরিকত্ব বিলের সমর্থন জানালোও অমিত শাহের ভোট রাজনীতির চক্রান্ত চলবে না বলে আগেরদিনই হুঁশিয়ারি দিয়েছিলেন শিবসনা নেতা সঞ্জয় রাউত। তিিন বলেছিলেন অমিত শাহ অহিন্দুদের নাগরিকত্ব দিয়ে যে ভোট ব্যাঙ্ক বাড়াতে চাইছেন সেটা চলবে না। সেকারণে নাগরিকত্ব দিলেও ২৫ বছরের আগে তাঁদের ভোটাধিকার না দেওয়ার দাবি জানিয়েছিলেন সঞ্জয় রাউত। সেই লোকসভাতেও শিবসেনা সাংসদ এই দাবি জানিয়েছিলেন।

রাজ্যসভায় ইউটার্ন শিবসেনার

রাজ্যসভায় ইউটার্ন শিবসেনার

লোকসভা পাস হলেও এবার রাজ্যসভায় কড়া পরীক্ষার মুখে পড়তে চলেছে মোদী-অমিত শাহের নাগরিকত্ব সংশোধনী বিল। কারণ ইতিমধ্যেই বিলের বিরোধিতায় নতুন স্ট্র্যাটেজি সাজাতে শুরু করেছেন বিরোধীরা। শিবসেনাও ইউটার্ন নিয়েছে। শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ন্ত জানিয়েছে লোকসভা তাঁরা জাতীয় স্বার্থের কথা ভেবে সমর্থন জানিয়েছিলেন এই বিলের। কিন্তু বিজেপি এটাকে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে চাইছে। তাই কোনওভাবেই সেটা হতে দেওয়া যাবে না।

বিজেপির সঙ্গে দূরত্ব

বিজেপির সঙ্গে দূরত্ব

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে শিবসেনার। সরকার গঠন বিয়ে দীর্ঘ টানা পোড়েনের পর অবশেষে কংগ্রেস, এনসিপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্র সরকার গড়েছে শিবসেনা। মোদী এবং অমিত শাহদের সঙ্গে সম্পর্কে চিড় আরও বেড়েছে। দিল্লিতেও মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন শিবসেনা সাংসদরা। তাঁরা বিরোধী আসনেই বসছেন রাজ্যসভায়। নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভায় পেশ হলে এবার শিবসেনা বিরোধীদের দলেই সামিল হবে বলে জানিয়েছে।

মোদীকে চিঠির পর রাজ্যপালের কাছে ডেউচা-পাঁচামি নিয়ে দরবার বিজেপির, সংঘাতে ইন্ধনমোদীকে চিঠির পর রাজ্যপালের কাছে ডেউচা-পাঁচামি নিয়ে দরবার বিজেপির, সংঘাতে ইন্ধন

English summary
Shiv Sena going to oppose Citizenship Amendment Bill in Rajya Sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X