For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘আত্মবিশ্বাসী’ বিজেপির দখলে ২০১৯ লোকসভায় কত আসন! উপহাসের পাত্র মুখ্যমন্ত্রী

আসন্ন লোকসভা নির্বাচনে আগে কোন রাজ্যে কতগুলি আসন পাবে বিজেপি, কতগুলি আসনে তাঁরা টার্গেট করছে, তা বিচার করেই বিজেপির আত্মবিশ্বাসকে এক হাত নিল শিবসেনা।

  • |
Google Oneindia Bengali News

আসন্ন লোকসভা নির্বাচনে আগে কোন রাজ্যে কতগুলি আসন পাবে বিজেপি, কতগুলি আসনে তাঁরা টার্গেট করছে, তা বিচার করেই বিজেপির আত্মবিশ্বাসকে এক হাত নিল শিবসেনা। সম্প্রতি শিবসেনার মুখপত্র সামনায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিজেপি লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে ৪৩টি আসনে জয়ী হবে।

অলীক স্বপ্ন বিজেপির

অলীক স্বপ্ন বিজেপির

শিবসেনা বিজেপির এই আত্মবিশ্বাসকে অলীক স্বপ্ন হিসেবে তুলে ধরেছে তাঁদের মুখপত্রে। শিবসেনা যে বার্তা দিয়ে চলেছে তাতে বিজেপির রাতের ঘুম উভে যাওয়ার পক্ষে যথেষ্ট। শিবসেনা তাদের মুখপত্রে আগেই লিখেছিল এবার দেশে অন্তত ১০০টি আসন কম পাবে।

বিজেপির ৪৩ আসন প্রাপ্তির আত্মবিশ্বাস

বিজেপির ৪৩ আসন প্রাপ্তির আত্মবিশ্বাস

আর এবার শিবসেনার মুখপত্রে সমালোচনা করা হল মহারাষ্ট্রে বিজেপির ৪৩ আসন প্রাপ্তির আত্মবিশ্বাস নিয়ে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দাবি করেন এবার লোকসভা নির্বাচনে ৪৩ আসন জিতবেন তাঁরা। তারপরই সামনায় লেখা হয়েছে, অমিত শাহের সামনে এই আত্মবিশ্বাসের তারিফ করতে হয়।

বিজেপি ৫৪৮ আসন জিততে পারে

বিজেপি ৫৪৮ আসন জিততে পারে

ফড়নবিশ আরও বলেছিলেন তিনি নাকি শারদ পাওয়ারকেও হারাতে পারেন তাঁর নিজের কেন্দ্রেই। এই কথার পরিপ্রেক্ষিতে শিবসেনার মুখপত্রে লেখা হয়- এরকম আত্মবিশ্বাস থাকলে বিজেপি ৫৪৮ আসন জিততে পারে। উল্লেখ্য, সারা দেশে লোকসভায় মোট আসন সংখ্যা ৫৪৩। এই বার্তা দিয়ে বিজেপিকে তীব্র উপহাস করা হয়েছে।

[আরও পড়ুুন: তৃণমূল বিধায়ক নৃশংস খুন, বিক্ষোভ-অবরোধে স্তব্ধ হয়ে গেল রেল-সড়ক, পথে মতুয়ারাও][আরও পড়ুুন: তৃণমূল বিধায়ক নৃশংস খুন, বিক্ষোভ-অবরোধে স্তব্ধ হয়ে গেল রেল-সড়ক, পথে মতুয়ারাও]

আসন কম, তাই বাংলা টার্গেট

আসন কম, তাই বাংলা টার্গেট

এর আগে শিবসেনার মুখপত্রের লেখা হয়েছিল, বাংলাতে অন্তত ১০ থেকে ১৫টি আসন জিততে চাইছে বিজেপি। সেইমতোই চিত্রনাট্য সাজানো হয়েছে। বিজেপির আসন সংখ্যায় কোপ পড়তে চলেছে বলেই বিজেপি কিছু এলাকায় জিততে মরিয়া।

[আরও পড়ুন:লন্ডন ও আমেরিকাতেও ফুটবে পদ্ম! ইভিএম কারচুপিতে শিবসেনার প্রতিবেদনে চমক][আরও পড়ুন:লন্ডন ও আমেরিকাতেও ফুটবে পদ্ম! ইভিএম কারচুপিতে শিবসেনার প্রতিবেদনে চমক]

English summary
Shiv Sena gives the message to BJP on result of 2019 Lok Sabha Election. Shiv Sena informs in their news paper that BJP will get 548 seats out of 543,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X