For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলকে সমর্থন শিবসেনা সাংসদের, বিজেপিকে বার্তা দিয়ে স্পষ্ট করলেন দলের অবস্থান

বিজেপি দীর্ঘদিনের জোটসঙ্গী শিবসেনা জানিয়ে দিয়েছিল তাঁদের কোনও সাংসদ আস্থা ভোটে অংশ নেবেন না। এবার মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন করে বসল শিবসেনা।

Google Oneindia Bengali News

শুক্রবার সকালে আস্থা ভোটের আলোচনা শুরুর প্রাক্কালেই মোদী-শিবিরের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল শিবসেনা। বিজেপি দীর্ঘদিনের জোটসঙ্গী শিবসেনা জানিয়ে দিয়েছিল তাঁদের কোনও সাংসদ আস্থা ভোটে অংশ নেবেন না। এবার মোদী সরকারের বিরুদ্ধে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন করে বসল শিবসেনা।

রাহুলকে সমর্থন শিবসেনা সাংসদের, বিজেপিকে বার্তা দিয়ে স্পষ্ট করলেন দলের অবস্থান

শিবসেনা সাংসদ আনন্দ রাও আদসুল বলেন, রাহুল গান্ধী যে বিষয়গুলি উত্থাপিত করেছেন, তার ভিত্তি রয়েছে। লোকসভায় রাহুল গান্ধীর ভাষণ চলাকালীন নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের যে ছবি ধরা পড়েছে, তা স্পষ্ট করে অভিযোগগুলি একেবারে ভিত্তিহীন নয়। রাহুল গান্ধী সঠিক অভিযোগই করেছেন। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউথও একই বক্তব্য তুলে ধরেন। তাঁরা বুঝিয়ে দেন শিবসেনাও রাহুলের এই বক্তব্যের সঙ্গে সহমত।

শিবসেনা এদিন রাহুল গান্ধীকে সমর্থন করায় বিজেপি প্রবলভাবে বিপাকে পড়েছে। শিবসেনা বিজেপি সঙ্গ ত্যাগ করার পর অমিত শাহ নিজে উদ্যোগ নেন দীর্ঘদিনের জোটসঙ্গীকে কাছে পেতে। এবারও আস্থাভোটের আগে বিক্ষুব্ধ শরিকদের ফোন করেন বিজেপি সভাপতি অমিত শাহ। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বৃহস্পতিবার ফোনে কথা হয় তাঁর। উদ্ধব আস্থাভোটে বিজেপিকেই সমর্থন করার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেছিলেন অমিত শাহ। কিন্তু শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত শুক্রবার সকালে জানিয়ে দেন, শিবসেনার ১৮ সাংসদ ভোটদানে বিরত থাকবেন।

[আরও পড়ুন:ভূয়ো অভিযোগ, রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিজেপি][আরও পড়ুন:ভূয়ো অভিযোগ, রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিজেপি]

বিজেপির বিক্ষুব্ধ সঙ্গী শিবসেনা তাঁদের 'অনাস্থা' জানিয়ে দেওয়ার পর রাহুল গান্ধীর বক্তব্যকে সমর্থন করে বিজেপিকে আরও বিপাকে ফেলে দিল। সংখ্যার বিচারে বিজেপি নিজের সাংসদদের সবাইকে লোকসভায় হাজির করাতে পারলেই আস্থাভোটে হাসতে হাসতে জয়লাভ করবে। কিন্তু এই আস্থা ভোটে, মোদী সরকার থাকবে না যাবে সেটা মুখ্য বিষয় নয়। এই আস্থাভোটে যুযুধান দুই পক্ষ নিজেদের ঘর কতটা গুছেয়ে নিতে পারে, সেটাই দেখার।

[আরও পড়ুন:সংসদের বুকে 'চৈতন্যে'র ভালবাসা বিলোলেন রাহুল, মন জয় রাজনীতির গান্ধীগিরিতে][আরও পড়ুন:সংসদের বুকে 'চৈতন্যে'র ভালবাসা বিলোলেন রাহুল, মন জয় রাজনীতির গান্ধীগিরিতে]

English summary
Shiv Sena gives message to BJP to support Rahul Gandhi’s speech. Shiv Sena informs they not participate in confidence vote to BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X