For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিল ইস্যুতে নতুন করে ঝড় উঠবে সংসদে, কী ইঙ্গিত শিবসেনার

নোট বাতিল নিয়ে আরবিআইয়ের রিপোর্ট প্রকাশের পর বিজেপি তথা এনডিএ-র একসময়ের ঘনিষ্ঠ সঙ্গী শিবসেনা কেন্দ্রকে আক্রমণ শানিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

নোট বাতিলের ঘটনার প্রায় ২ বছর হতে চলল। এতদিনে যাবতীয় আলোচনা-সমালোচনা থেমে যাওয়ার কথা। তবে আরবিআইয়ের বার্ষিক রিপোর্ট নতুন করে তাতে ঘি ঢেলেছে। আর যা সামনে আসার পরই নতুন করে হইচই শুরু হয়েছে। আরবিআই জানিয়েছে, বাতিল হওয়া নোটের ৯৯.৩০ শতাংশই ব্যাঙ্ক ব্যবস্থার মধ্যে ফিরে এসেছে। ফলে নোট বাতিলের যৌক্তিকতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

নোট বাতিল ইস্যুতে নতুন করে ঝড় উঠবে সংসদে, কী ইঙ্গিত শিবসেনার

এই প্রসঙ্গে, বিজেপি তথা এনডিএ-র একসময়ের ঘনিষ্ঠ সঙ্গী শিবসেনা কেন্দ্রকে আক্রমণ শানিয়েছে। দলের তরফে সঞ্জয় রাউত জানিয়েছেন, নোট বাতিল নিয়ে আরবিআইয়ের রিপোর্ট চমকে দেওয়ার মতো। বহু মানুষ নোট বাতিলের লাইনে দাঁড়িয়ে মারা গিয়েছেন। এটা মস্ত অপরাধ হয়েছে। পাশাপাশি শিবসেনা এই বিষয়ে সংসদে আলোচনা চায় বলেও সঞ্জয় রাউত দাবি তুলেছেন।

এই দাবিতে যে বিরোধী দলগুলি একযোগে সুর মেলাতে চলেছে তা এখন থেকেই বলে দেওয়া যায়। এর আগে এই ইস্যুতে বিরোধীকে কেন্দ্র সরকারকে নানা অভিযোগে অভিযুক্ত করেছে। আগামী কয়েকমাসে বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট রয়েছে। তারপরে রয়েছে সামনের বছরে লোকসভা ভোট। নোট বাতিলের ইস্যু ফলে অবশ্যই ফের একবার বড় হয়ে উঠতে চলেছে।

ঘটনা হল, ২০১৬ সালের নভেম্বর মাসের শুরুতে এক ঝটকায় বাতিল হয়ে গিয়েছিল দেশের বাজারে ঘোরাফেরা করা মোট নোটের প্রায় ৮৬ শতাংশ। কারণ পুরনো ৫০০ ও ১ হাজার টাকার নোট নরেন্দ্র মোদী সরকার ঘোষণা করে বাতিল করে দিয়েছিল। ঘটনাটই ঘটে ৮ নভেম্বর সন্ধ্যায়। সেদিনই মাঝরাত থেকে পুরনো বড় নোট বাতিল করে দেওয়া হয়। দুর্নীতি, সন্ত্রাসবাদ ও কালো টাকার বিরুদ্ধে লড়াই করতেই কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে তখন জানানো হয়েছিল।

[আরও পড়ুন:৫০-১০০ টাকার জাল নোটে ছেয়েছে বাজার, চাঞ্চল্যকর রিপোর্ট আরবিআইয়ের ][আরও পড়ুন:৫০-১০০ টাকার জাল নোটে ছেয়েছে বাজার, চাঞ্চল্যকর রিপোর্ট আরবিআইয়ের ]

আরবিআইয়ের নতুন রিপোর্ট বলছে, ১৫ লক্ষ ৩১ হাজার ৭৩ কোটি টাকা ব্যাঙ্কের মাধ্যমে আরবিআইয়ের হাতে ফেরত এসেছে। আর বাজারে নগদ ছিল ১৫ লক্ষ ৪১ হাজার কোটি টাকার কিছু বেশি। ফলে ৯৯.৩০ শতাংশ টাকাই সরকারের ঘরে ফেরত এসেছে। তা ভেরিফিকেশনও করা হয়েছে। এই অবস্থায় কেন্দ্রের তরফে নানা যুক্তি সাজানো হলেও বিরোধী ঐক্য ফের সংসদে এই ইস্যুতে সম্ভবত হইচই করতে চলেছে।

[আরও পড়ুন: বিনামূল্যে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবার হাতের মুঠোয়, আসছে সরকারি কোচিং সেন্টার][আরও পড়ুন: বিনামূল্যে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি এবার হাতের মুঠোয়, আসছে সরকারি কোচিং সেন্টার]

[আরও পড়ুন:হাওড়ায় নৃশংস খুন ব্যাঙ্ককর্মী! রাস্তার ধার থেকে উদ্ধার মুন্ডহীন দেহ][আরও পড়ুন:হাওড়ায় নৃশংস খুন ব্যাঙ্ককর্মী! রাস্তার ধার থেকে উদ্ধার মুন্ডহীন দেহ]

English summary
Shiv Sena demands discussion on RBI report on Demonetisation, says
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X