For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে যেতে দিন ভারতীয় সেনাকে,' ফের একবার মোদী সরকারকে চ্যালেঞ্জ শিবসেনার

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর বিপুল নাটকীয়তা পেরিয়ে শেষমেশ যখন সেরাজ্যের মুখ্যমন্ত্রীর পদে শিবসেনার উদ্ধব ঠাকরে বসেন

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর বিপুল নাটকীয়তা পেরিয়ে শেষমেশ যখন সেরাজ্যের মুখ্যমন্ত্রীর পদে শিবসেনার উদ্ধব ঠাকরে বসেন , তবে থেকেই কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে শিবসেনার মুখপত্র 'সামনা'। মারাঠাভূমে যদিও বিজেপি-শিবসেনা লড়াই সরকার গড়ার আগে থেকেই তুঙ্গে। তবে, সেরাজ্যে সরকার গঠনের পর থেকে বারবার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছে সেনা।

মোদী সরকারকে চ্যালেঞ্জ

মোদী সরকারকে চ্যালেঞ্জ

শিবসেনার সম্পাদকীয় পত্রিকা 'সামনা'র চ্যালেঞ্জ , দেশের সেনা প্রধান যখন বলেইছেন যে কেন্দ্রের নির্দেশ পেলেই যেদিন প্রয়োজন পড়বে সেদিনই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যেতে প্রস্তুত ভারতীয় সেনা,তাহলে কেন তাঁদের পিওকেতে ঢুকতে দেওয়ার নির্দেশ দিচ্ছেনা কেন্দ্র। 'সামনা'র দাবি, ভারতীয় সেনাকে নির্দেশ দেওয়া হোক পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের।

 কেন এমন চ্যালেঞ্জ, তাও জানিয়ে দিল সেনা

কেন এমন চ্যালেঞ্জ, তাও জানিয়ে দিল সেনা

শিবসেনার দাবি, দেশের 'টুকড়ে টুকড়ে গ্যাং' নিয়ে যদি বিজেপির সমস্যা থাকে, আর ওই 'গ্যাং' নিয়ে যদি বিজেপি সত্যিই বিরক্ত থাকে, তাহলেই সেনাকে পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করতে পাঠাক কেন্দ্র। এভাবেই 'টুকড়ে টুকড়ে গ্যাং' কে শিক্ষা দিতে পারে কেন্দ্র, বলে মনে করছে 'সামনা'। এমন সুরেই এক চ্যালেঞ্জ কেন্দ্রের দিকে ছুড়ে দিয়েছে শিবসেনা।

 বীর সাভরকারকে সম্মান জানিয়ে 'অখন্ড ভারত' নিয়ে বক্তব্য

বীর সাভরকারকে সম্মান জানিয়ে 'অখন্ড ভারত' নিয়ে বক্তব্য

'সামনা' দাবি করেছে, বীর সাভারকরকে যদি সম্মান ও শ্রদ্ধা জানাতে হয়, তাহলে যেন কেন্দ্র ভারতীয় সেনাকে পাঠিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করে নেয়। 'সামনা' নিজের সম্পাদকীয়তে যদিও অমিত শাহের নেওয়া ৩৭০ ধারা অবলুপ্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সেখানে ১৯৯৪ সালের সংসদে পাশ হওয়া খসড়া প্রস্তাবের প্রসঙ্গ তুলে 'সামনা' জানায়, প্রস্তাবে পিওকে-কে ভারতের অন্তর্গত বলা হয়েছে। আর সেই মতোই কেন্দ্র যেন ভারতীয় সেনাকে পিওকে দখলের নির্দেশ দেয়। এমনই দাবি 'সামনা'র।

দুই রাষ্ট্রপ্রধানের সম্মিলিত প্রয়াসে ভারত-চিন সম্পর্কের উন্নতি হচ্ছে, মন্তব্য চিনা রাষ্ট্রদূতের দুই রাষ্ট্রপ্রধানের সম্মিলিত প্রয়াসে ভারত-চিন সম্পর্কের উন্নতি হচ্ছে, মন্তব্য চিনা রাষ্ট্রদূতের

English summary
Shiv Sena dares Centre Says, Allow Army chief to get PoK, finish tukde-tukde gang .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X