For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যমরাজও সিংহাসন ছেড়ে দিতেন, দিল্লির সংঘর্ষ নিয়ে কটাক্ষ শিবসেনার

যমরাজও সিংহাসন ছেড়ে দিতেন, দিল্লির সংঘর্ষ নিয়ে কটাক্ষ শিবসেনার

Google Oneindia Bengali News

দিল্লির হিংসা নিয়ে ফের সমালোচনায় মুখর হল িশবসেনা। যে সংঘর্ষের ছবি ধরা পড়েছে দিল্লিতে তাতে যমরাজও সিংহাসন ছেড়ে দিতেন বলে আক্রমণ শানিেয়ছে শিবসেনা। দিল্লির হিংসায় অসংখ্য হিন্দু ও মুসলিম শিশু অনাথ হয়েছে বলে অভিযোগ করেছে শিবসেনা।

ফের দিল্লির হিংসার সমালোচনায় শিবসেনা

ফের দিল্লির হিংসার সমালোচনায় শিবসেনা

দিল্লির হিংসা নিয়ে দলের মুখপত্র সামনায় ফের সরব হল শিবসেনা। সামনায় দিল্লি হিংসার একাধিক ছবি দেওয়া হয়েছে প্রতিবেদনটি সপক্ষে। তাতে লেখা হয়েছে এই নৃশংসতা আর বর্বতা দেখলে যমরাজও সিংহাসন ছেড়ে দিতে চাইতেন। এতোটাই নারকীয় দিল্লির হিংসা। যেখােন ৫০ জনের মৃত্যু হয়েছে প্রায়। যদিও সামনায় দাবি করা হয়েছে সেটা সরকারি হিসেব মাত্র। বাস্তবে সেই নারকীয় হিংসার বলি হয়েছে শতাধিক। আর আহত ৫০০।

মানবতার হত্যা হয়েছে দিল্লি

মানবতার হত্যা হয়েছে দিল্লি

তিনদিন ধরে লাগাতার চলা উত্তর পূর্ব দিল্লির হিংসায় অসংখ্য শিশু অনাথ হয়েছে। এমনই দাবি করা হয়েছে শিবসেনার মুখপত্র সামনায়। সেই শিশুদের কেউ হিন্দু কেউ আবার মুসলিম। মোটের উপর দিল্লির হিংসায় মানবতার হত্যা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

কাঠগড়ায় বিজেপি

কাঠগড়ায় বিজেপি

দিল্লি নিয়ে প্রথম থেকেই বিজেপির সমালোচনায় মুখর হয়েছিলে উদ্ধব ঠাকরেরা। অথচ অযোধ্যার রামমন্দির তৈরিতে অর্থ দানের কথা ঘোষণা করার পর হিন্দুত্ববাদ নিয়ে বিজেপির পাশে থাকার বার্তা দেন শিবসেনা সুপ্রিমো। শিবসেনার এই অবস্থান নিয়ে অনেকেই দ্বিচারিতার অভিযোগ করেছেন। কারণ যে সিএএ নিয়ে দিল্লিতে এতো হিংসা লোকসভায় কিন্তু সেই সিএএকে সমর্থন করেছিল শিবসেনা।

কোটি টাকার সম্পত্তির মালিক ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতার ইডি হেফাজত! ময়দনে নামছে সিবিআইকোটি টাকার সম্পত্তির মালিক ইয়েস ব্যাঙ্কের প্রতিষ্ঠাতার ইডি হেফাজত! ময়দনে নামছে সিবিআই

English summary
Shiv Sena critisize Delh clash
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X