লন্ডন ও আমেরিকাতেও ফুটবে পদ্ম! ইভিএম কারচুপিতে শিবসেনার প্রতিবেদনে চমক
ফের শিবসেনার নিশানায় একজদা জোটসঙ্গী বিজেপি। বিজেপিকে কটাক্ষ করে দলের মুখপত্র 'সামনা'য় ফের একবার সমালোচনার সামনে দাঁড়া করানো হল বিজেপিকে। 'সামনা'র প্রতিবেদনে লেখা হয়েছে- এই ইভিএম থাকলে লন্ডন-আমেরিকাতেও পদ্ম ফুল ফুটবে। প্রাক্তন জোটসঙ্গীর এহেন সমালোচনায় লোকসভার আগে প্রবল চাপে বিজেপি।

ইভিএম কারচুপি প্রসঙ্গে
বিজেপিকে তুলোধনা করে ‘সামনা'য় লেখা হয়- ২০১৪ লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ তোলা হচ্ছে। সেই অভিযোগ যে নেহাতই অভিযোগ ছিল না, তা প্রকট হয়ে উঠেছে এখন।

লন্ডন ও আমেরিকাতেও পদ্ম ফুটবে!
এতদিন বিজেপি বিরোধীরা যে ভাষায় আক্রমণ শানাত, সেই একই ভাষায় আক্রমণ শানাল প্রাক্তন জোটসঙ্গী শিবসেনাও। তাঁরাই বিরোধীদের অস্ত্র ইভিএম কারচুপিকে হাতিয়ার করে তুলল। প্রতিবেদনে লেখা হল- এই ত্রুটিপূর্ণ ইভিএম লন্ডন ও আমেরিকাতেও পদ্ম ফোটাতে পারে।

রামমন্দির নির্মাণ নিয়ে
এদিন বিজেপির বিরুদ্ধে মুখে খুলে শিবসেনার দাবি, রামমন্দির নির্মাণ নিয়ে বিজেপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সমস্যা সমাধানের কোনও চেষ্টা করেনি বিজেপি। বিজেপি শুধু ব্যস্ত বিরোধীদের কুৎসা করতেই।

কৃষকদের দুর্দশা মোচনে
দেশের কৃষকদের দুর্দশা মোচন করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার, তেমনই রাজ্যের ফড়নবিশ সরকারও ব্যর্থ কৃষক সমস্যার সমাধান করতে। রাজ্যে ২৪০০ শিক্ষকের পদ খালি পড়ে রয়েছে। কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছেন, বিজেপি শুধু ভাবছে জেতার কথা।

ক্ষমতা আজ আছে, কাল নেই
বিজেপিকে সতর্ক করে লেখা হয়েছে, ক্ষমতা আজ আছে, কাল নেই। কিন্তু বিজেপি সেই ক্ষমতাকে আঁকড়ে থাকতে চাইছে। তারা ক্ষমতার নেশায় মত্ত। দেশের কোনও জ্বলন্ত সমস্যা নিয়ে মাথাব্যথা নেই। রাফালে নিয়েও দেশভক্তির সংজ্ঞা বদলে দিচ্ছ বিজেপি।