For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমরা ১৬২! বিজেপিকে চ্যালেঞ্জ করে পোস্টার, শক্তি প্রদর্শন সেনা-কংগ্রেস-এনসিপির

রাতের অন্ধকারের মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠন রার পর লড়াই যখন গড়িয়েছে সুপ্রিম কোর্টে, তখনই মুম্বইয়ের হোটেলে শক্তি প্রদর্শন করল শিবসেনা-কংগ্রেস-এনসিপি।

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে কার কত শক্তি, তা নিয়ে সংখ্যা তত্ত্বের লড়াই চলছে বেশ কিছুদিন ধরেই। রাতের অন্ধকারে মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠন রার পর লড়াই যখন গড়িয়েছে সুপ্রিম কোর্টে, তখনই মুম্বইয়ের হোটেলে শক্তি প্রদর্শন করল শিবসেনা-কংগ্রেস-এনসিপি। হোটেলের চারিদিকে পোস্টার পড়ল- 'আমরা ১৬২'। চ্যালেঞ্জ ছুড়ল বিজেপিকে।

শক্তি প্রদর্শন করে দেখাল শিবসেনা

শক্তি প্রদর্শন করে দেখাল শিবসেনা

সুপ্রিম কোর্ট উভয় পক্ষকেই নির্দেশ দিয়েছিল তাঁদের পক্ষে কত বিধায়কের সমর্থন রয়েছে তা হলফনামা আকারে জানাতে। সেইমতো বিজেপি ও শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট যে হলফনামা পেশ করেছে। উভয়পক্ষই দাবি করেছে তদের সঙ্গেই রয়েছে সংখ্যাগরিষ্ঠতা। এরপর এদিন শক্তি প্রদর্শন করে দেখাল শিবসেনা।

১৬২ জন বিধায়ককে দেখুন এক জায়গায়

১৬২ জন বিধায়ককে দেখুন এক জায়গায়

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত টুইট করে জানালেন, মুম্বইয়ের গ্র্যান্ড হায়াতে ১৬২ জন বিধায়ককে দেখতে পাবেন সকলে। মহারাষ্ট্রের রাজ্যপাল যেন এসে দেখেন তাঁদের শক্তি। কংগ্রেস, এনসিপি ও শিবসেনা বিধায়করা মিলিত হয়ে বুঝিয়ে দিলেন তাঁরা সংঘবদ্ধ রয়েছেন। যারা যাওয়ার গিয়েছেন, কিন্তু তারা এখনও সংখ্যাগরিষ্ঠ।

বিজেপি মহারাষ্ট্রে সংখ্যালঘু, দেখাল সম্মেলন

বিজেপি মহারাষ্ট্রে সংখ্যালঘু, দেখাল সম্মেলন

বিজেপি যে মহারাষ্ট্রে সংখ্যালঘু সরকার গঠন করেছে এবং রাজ্যপাল যে এতদিন পর সংখ্যালঘু সরকারকেই শপথ করিয়েছেন, তা দেখানোর উদ্দেশ্যেই এই সম্মেলন। শক্তি প্রদর্শন করে শিবসেনা, এনসিপি আর কংগ্রেসের ১৬২ জন বিধায়ককে একসঙ্গে রয়েছেন।

শিবসেনার দাবি

শিবসেনার দাবি

এদিন শিবসেনা দাবি করেছে, বিজেপির থেকে অন্তত ১০ জন বেশি বিধায়ক তাদের সঙ্গে আছেন।এছাড়া সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে তারা জানিয়েছিলে, ১৫৪ জন বিধায়ক রয়েছেন তাদের সঙ্গে। শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোটের দাবি, তাদের সঙ্গে রয়েছেন শিবসেনার ৪৮ জন ও কংগ্রেসের ৪৪ জন বিধায়ক ছাড়াও এনসিপির ৪৮ জন বিধায়ক তাঁদের সঙ্গেই রয়েছেন। আর ছ-জন নির্দল বিধাকের সমর্থনও তাঁদের পক্ষে। ফলে সংখ্যা গরিষ্ঠ সমর্থন তাদের দিকেই।

মহারাষ্ট্র সরকার গড়তে

মহারাষ্ট্র সরকার গড়তে

মহারাষ্ট্র বিধানসভায় মোট আসন সংখ্যা ২৮৮। তার অর্ধেক অর্থাৎ ১৪৪টির একটি বেশি ১৪৫টি আসন দরকার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেতে। এই সংখ্যক আসন কোনও দলই এককভাবে পায়নি। এই অবস্থায় ত্রিশঙ্কু বিধানসভায় সরকার গড়তে বিধায়ক ভাঙাভাঙির খেলা চলছে। সেখানেই সুপ্রিম কোর্ট জানতে চায়, কার দিকে কত সমর্থন রয়েছে।

বিজেপির দাবি

বিজেপির দাবি

সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ দাবি করেন, তাদের সঙ্গে রয়েছে ১৭০বিধায়েকর সমর্থন। সেই দাবি মতো তালিকা পেশ করা হয়েছে সুপ্রিম কোর্টে। তিনি জানান, বিজেপির নিজস্ব বিধায়ক সংখ্যা ১০৫। এনসিপির ৫৪ বিধায়ক এবং নির্দল ও অন্যান্য ছোট দলগুলির ১১ জন বিধায়ক তাদের সঙ্গে রয়েছেন।

English summary
Shiv Sena, Congress and NCP show their power in Maharashtra. They show they are 162 are united before SC verdict,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X