For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিজেপির খেল খতম', মহারাষ্ট্রের আস্থাভোট নিয়ে সুপ্রিম রায়ের পর প্রতিক্রিয়া বিরোধীদের

'বিজেপির খেল খতম', মহারাষ্ট্রের আস্থাভোট নিয়ে সুপ্রিম রায়ের পর প্রতিক্রিয়া বিরোধীদের

Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত আস্থাভোট নিয়ে সুপ্রিমকোর্টের নির্দেশে মহারাষ্ট্রের অনিশ্চয়তার রাজনীতির যবনিকা পতন হবে কাল। শনিবার মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিশ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই সোচ্চার হন বিরোধীরা। এই সরকার বেআইনি বলে আখ্যা দিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। সেই আবেদনের ভিত্তিতেই রবিবার থেকে দুইদিন শুনানি চলে। এরপর আজ শীর্ষ আদালতের বেঞ্চ রায় দিয়ে জানিয়ে দেয়, আগামীকাল বিকেল ৫টার মধ্যে প্রোটেম স্পিকার নিযুক্ত করে আস্থাভোট সম্পন্ন করতে হবে।

আমরা জিতব : সনিয়া গান্ধী

আমরা জিতব : সনিয়া গান্ধী

রায়ের পরেই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গান্ধী বলেন, "আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি। আমরা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।" কংগ্রেস নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান বলেন, "আমরা আদালতে ২৪ ঘণ্টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের দাবি জানিয়েছিলাম। আদালত আমাদের সেই দাবিকে মান্যতা দিয়েছে।"

রায়কে স্বাগত জানান আইনজীবী সিংভি

রায়কে স্বাগত জানান আইনজীবী সিংভি

রায়কে স্বাগত জানিয়ে জোটের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, "জোর জবরদস্তি করে সরকার গঠন করা হয়েছিল মহারাষ্ট্রে। মুখ্যমন্ত্রীর পদ সাংবিধানিক, সেই পদের অপমান হয়েছে মহারাষ্ট্রে।"

বিজেপির খেল খতম : নবাব মালিক

এদিকে এনসিপি নেতা নবাব মালিক শীর্ষ আদালতের এই রায়দানের পর বলেন, "আজকের এই রায় ভারতীয় গণতন্ত্রের জন্য এক মাইলস্টোন। আগামীকাল স্পষ্ট হয়ে যআবে সব চিত্র। বিজেপির খেল খতম। এর কয়েকদিনের মধ্যেই মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের নতুন সরকার গঠন হবে। আমার মতে দেবেন্দ্র ফড়নবিশকে আজকেই পদত্যাগ করা উচিত।"

সত্যের জন : সঞ্জয় রাউত

এদিকে রায়দানের পর সন্তোষজনক প্রতিক্রিয়া দেন শিবসেনা মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেন, "সত্যের জয় হয়েছে। আদালত ৩০ ঘণ্টা দিয়েছে। আমরা তো ৩০ মিনিটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দিতে পারি।"

মহারাষ্ট্র বিধানসভায় কাল চূড়ান্ত ক্লাইম্যাক্সের অপেক্ষা! প্রোটেম স্পিকারের দৌড়ে কারামহারাষ্ট্র বিধানসভায় কাল চূড়ান্ত ক্লাইম্যাক্সের অপেক্ষা! প্রোটেম স্পিকারের দৌড়ে কারা

গদাই নেই, গোষ্ঠীও নেই! অনুব্রত দিলেন 'ভবিষ্যতে'র নির্দেশগদাই নেই, গোষ্ঠীও নেই! অনুব্রত দিলেন 'ভবিষ্যতে'র নির্দেশ

English summary
shiv sena, congress and ncp reacts after supreme court orders floor test on wednesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X