For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিকল্প খোলা আছে! শিবসেনা দাবিতে অনড় থাকায় মহারাষ্ট্রে সরকার গঠনে দেরি

সব বিকল্পই খোলা আছে। এদিন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধাব ঠাকরে। নির্দিষ্ট সময় পর তাদেরও মুখ্যমন্ত্রীর পদ দিতে হবে। সেই দাবিতে এখনও অনড় শিবসেনা।

  • |
Google Oneindia Bengali News

সব বিকল্পই খোলা আছে। এদিন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন শিবসেনা প্রধান উদ্ধাব ঠাকরে। নির্দিষ্ট সময় পর তাদেরও মুখ্যমন্ত্রীর পদ দিতে হবে। সেই দাবিতে এখনও অনড় শিবসেনা। মুম্বইয়ে শিবসেনার নবনির্বাচিত বিধায়কদের সভায় ভাষণ দিচ্ছিলেন উদ্ধব। তবে তিনি জানিয়েছেন, মহারাষ্ট্রে বিজেপি এবং শিবসেনা সরকার গঠন করবে।

 বিকল্প খোলা আছে! শিবসেনা দাবিতে অনড় থাকায় মহারাষ্ট্রে সরকার গঠনে দেরি

হিন্দুত্ব ইস্যুতে তাঁর দল বিজেপির সঙ্গে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। তবে ৫০-৫০ ফর্মুলা যেটা ভোটের আগে দু-পক্ষই রাজি হয়েছিল, তা পুরোপুরি প্রয়োগ করার দাবি করেছেন তিনি। উদ্ধব তাঁর দলের বিধায়কদের সামনে বলেন, তিনি আশা করছেন বিজেপি চুক্তির মর্যাদা দেবে। যদি গেরুয়া পার্টি যদি তাদের অবস্থান স্পষ্ট না করে, তাহলে মহারাষ্ট্রে সরকার গঠন এগোবে না বলে জানিয়েছেন তিনি।

এর আগে শিবসেনার তরফ থেকে ৫০-৫০ ফর্মুলার কথা বলা হয়েছিল। পাশাপাশি দাবি করা হয়েছিল, ২.৫ বছরের জন্য মহারাষ্ট্রে শিবসেনার মুখ্যমন্ত্রীকে সুযোগ দিতে হবে। দলের তরফ থেকে বিজেপি সভাপতি অমিত শাহ কিংবা দেবেন্দ্র ফড়নবিশের কাছ থেকে বিষয়টি নিয়ে লিখিত বিবৃতি দাবি করা হয়েছে। এটা করা হলেই শিবসেনা বিজেপিকে সরকার গঠনে সমর্থন করবে বলে জানিয়েছে। শিবসেনার এই দাবির জন্যই মহারাষ্ট্রে সরকার গঠনে দেরি হচ্ছে।

বিজেপি ও শিবসেনা একসঙ্গে বিধানসভা ভোটে লড়াই করেছিল। নির্বাচনে বিজেপি ১০৫ টি এবং শিবসেনা ৫৬ টি আসন দখল করে। ওয়ারলি কেন্দ্র থেকে উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য জয়ী হয়েছেন।

বিজেপি যদি শিবসেনার দাবি মেনে নেয়, তাহলে আদিত্য ঠাকরে ২.৫ বছরের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসার সুযোগ পাবেন। পাশাপাশি তিনি মহারাষ্ট্রের নবীনতম মুখ্যমন্ত্রীও হবেন।

শিবসেনার এক বিধায় বলেছেন তাঁরা আদিত্যকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। সেটাই তাদের প্রথম এবং একমাত্র দাবি।

English summary
Shiv Sena chief Uddhav Thackeray says they are keeping all options open if talks with BJP fails
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X