For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“বিজেপি আমাদের মিষ্টি কথায় ভোলাতে চাইছে”: শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে সরকার গঠনের প্রাক মুহূর্তে বিজেপির প্রথম সারির নেতাদের বিরুদ্ধে কার্যত খড়গহস্ত হলেন শিব সেনা সভাপতি উদ্ধব ঠাকরে। শুক্রবার ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতাদের মিথ্যাবাদী বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি বিজেপির প্রথম সারির নেতাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতারও অভিযোগ করেছেন।

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী বাছাই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ শিবসেনা প্রধানের


এদিন উদ্ধব ঠাকরে বলেন, বিজেপি সভাপতি অমিত শাহ ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি মানছেন না। নির্বাচন পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী নির্ধারণের ক্ষেত্রে অমিত শাহ দুটি দলের পঞ্চাশ শতাংশ ( ৫০: ৫০ ) ফর্মুলা মানছেন বলেও এদিন গলা চড়ান শিব সেনা প্রধান। অর্থাৎ পাঁচ বছর অন্তর দুটি দলের মধ্যেই আবর্তিত মুখ্যমন্ত্রীর যে কৌশল তা বিজেপি অমান্য করছে বলেও জানান তিনি। বিজেপি বর্তমানে তাদের মিষ্টি কথায় ভোলাতে চাইছে বলেও জানান তিনি।

মুম্বইয়ের একটি সংবাদ সম্মেলনে এদিন সেনা প্রধান বলেন, “আমি বিজেপি ওয়ালা নই। আমি মিথ্যা বলিনা। ওরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখন তা মানতে চাইছে না। ” বিজেপিকে একহাত নিয়ে উদ্ধব বলেন যে দল মিথ্যে কথা বলে তাদের সঙ্গে কথা বলার কোনও মানেই হয় না। এরপর রাগান্বিত সেনা প্রধানকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, “যতক্ষণ না আপনি এটা স্বীকার করবেন যে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দুপক্ষের মধ্যে কথাবার্তা হয়েছিল, ততক্ষণ আমি আপনাদের সাথে কথা বলব না। কে সত্য কথা বলছে সে সম্পর্কে আপনার কাছ থেকে আমার কোনও শংসাপত্রের দরকার নেই। আপনারা মনে করেন আমাদের মধ্যে কোনও বিশ্বাস নেই, তবে আমাদেরও অমিত শাহ ও তার সাঙ্গপাঙ্গদের উপর কোনও ভরসা নেই।”

তাঁর পিতা এবং শিব-সেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরকে স্মরণ করে উদ্ধব ঠাকরে বলেন তিনি তাঁর বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একদিন মহারাষ্ট্রে একজন শিব-সেনার মুখ্যমন্ত্রী থাকবেই। তার বাবাকে দেওয়া কথা রাখতেই শিব সেনা এখন মহারাষ্ট্রে তাদের দল থেকেই মুখ্যমন্ত্রীর পদের দাবিতে অনড় বলেও জানান তিনি। উদ্ধব বলেন, “আমরা প্রধানমন্ত্রীর পদের দাবিতে দৃঢ় প্রতিজ্ঞ। শিব সেনা থেকেই মুখ্যমন্ত্রী নির্বাচনের মাধ্যমে বাবাকে দেওয়া প্রতিশ্রুতি আমি রক্ষা করব। এর জন্য আমার অমিত শাহ বা দেবেন্দ্র ফড়নবিস দরকার নেই।”

এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস দাবি করেছেন উদ্ধব ঠাকরে কে ফোন করলে তিনি তার উত্তর দিচ্ছেন না। এই প্রসঙ্গে সেনা প্রধান বলেন, “আমি বিজেপির সাথে আলোচনা বন্ধ করে দিয়েছি কারণ ওরা আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করেছিল। শিব সেনা বিজেপিকে শত্রু মনে করে না, তবে বিজেপির ভুল দাবি করা উচিত নয়।”

English summary
Shiv Sena chief takes a dig at BJP regarding Maharashtra Chief Minister's choice
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X