For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির সঙ্গে জোটে শিবসেনা! সুনিশ্চিত জয়ের লক্ষ্যে ৭০ আসনে প্রার্থী ঘোষণা

২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য ৭০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল শিবসেন। বিজেপির সঙ্গে আসনরফা চূড়ান্ত হওয়ার পরই শিবসেনার তরফে প্রার্থী তালিকা ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য ৭০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল শিবসেন। বিজেপির সঙ্গে আসনরফা চূড়ান্ত হওয়ার পরই শিবসেনার তরফে প্রার্থী তালিকা ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁদের জন্য বরাদ্দ ১২৪ আসনের সবকটিতে এখনও চূড়ান্ত হয়নি প্রার্থী তালিকা। এই প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন আদিত্য ঠাকরে।

বিজেপির সঙ্গে জোটে শিবসেনা! ৭০ আসনে প্রার্থী ঘোষণা

শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য এবার ওয়ারলি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শিবসেনার আগে অবশ্য বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়ে আসছেন। মঙ্গলবার ১২৫টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বিজেপি।

উল্লেখ্য, শিবসেনা এবার বিজেপির সাথে জোট গড়ে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন লড়বে। ২১ অক্টোবর মহারাষ্ট্রে ভোটগ্রহণ হবে এবং ২৪ অক্টোবর ফলাফল ঘোষণা করা হবে। উদ্ধব দুদিন আগেই বার্তা দিয়েছিলেন, 'আমি বালাসাহেবকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি কোনও শিব সৈনিককে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করব। আমি সেই প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর। তা তিনি করবেনই। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন কোনও সেনা সৈনিক।'

তিনি বলেন, আমি মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরতে চাই। তাই আমি ২৮৮টি আসন থেকে প্রার্থীদের জেতার আহ্বান জানিয়েছি। আমি সব আসনেই দলকে আরও শক্তিশালী করতে চাই। বিজেপির সঙ্গে জোট হওয়ায় শিবসেনা জয়ের ব্যাপারে সুনিশ্চিত বলে জানান তিনি। বলেন, শিবসেনা যে নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে আমাদের নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা তা আরও সুনিশ্চিত করতে চাই। তিনি দল ও জোটসঙ্গীদের প্রতি অনুগত থাকার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

English summary
Shiv Sena chief Uddhav Thackeray announces candidates name for 70 seats. He targets to win all the seats as BJP’s ally.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X