For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হয়ে গেল চূড়ান্ত আসন রফা, মহারাষ্ট্রে লোকসভা ভোটে একসঙ্গে লড়ছে বিজেপি-শিবসেনা

মাঝে কয়েকবছর বিজেপির সঙ্গে চড়াই-উতরাইয়ের সম্পর্ক পেরিয়ে অবশেষে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে একসঙ্গে চলার কথা ঘোষণা করল শিবসেনা।

  • |
Google Oneindia Bengali News

মাঝে কয়েকবছর বিজেপির সঙ্গে চড়াই-উতরাইয়ের সম্পর্ক পেরিয়ে অবশেষে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে একসঙ্গে চলার কথা ঘোষণা করল শিবসেনা। এদিন দুই দলের প্রধান অমিত শাহ ও উদ্ধব ঠাকরে বসে আসন সমঝোতা করে ফেললেন।

হয়ে গেল চূড়ান্ত আসন রফা, মহারাষ্ট্রে লোকসভা ভোটে একসঙ্গে লড়ছে বিজেপি-শিবসেনা

বিজেপি ও শিবসেনার লোকসভা নির্বাচনে কে কত আসনে লড়বে তার চূড়ান্ত রফা হয়ে গেল। জানা গিয়েছে, ৪৮টি আসনের মধ্যে বিজেপি ২৫টিতে লড়াই করবে। আর শিবসেনা লড়বে ২৩টি আসনে।

২০১৪ সালের নির্বাচনে শিবসেনা মহারাষ্ট্রে ২২টি আসনে লড়েছিল। বিজেপি লড়েছিল ২৬টি আসনে।

লোকসভার পরে হতে চলা মহারাষ্ট্র বিধানসভা আসনেও দুই দল একসঙ্গে লড়বে বলে প্রাথমিকভাবে স্থির হয়ে গিয়েছে। দুই দলই পঞ্চাশ শতাংশ আসনে প্রার্থী দেবে।

[আরও পড়ুন:কুলভূষণ মামলার শুনানি চলাকালীন আন্তর্জাতিক আদালতে 'হার্ট অ্যাটাক' পাক বিচারপতির][আরও পড়ুন:কুলভূষণ মামলার শুনানি চলাকালীন আন্তর্জাতিক আদালতে 'হার্ট অ্যাটাক' পাক বিচারপতির]

বিধানসভায় ২৮৮টি আসনের মধ্যে বিজেপি ও শিবসেনা ১৪৪টি করে আসনে লড়বে বলে নাকি সমঝোতা হয়ে গিয়েছে। আগের ভোটে বিজেপি ১২৩টি আসন ও শিবসেনা ৬৩টি আসনে জয়ী হয়েছে।

এদিকে শিবসেনা ভেঙে বেরিয়ে আসা রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বিজেপি বিরোধী জোটে শামিল হতে চাইছে। তবে কংগ্রেস ও এনসিপির জোট রাজকে দলে টানে কিনা তা সময়ই বলবে।

[আরও পড়ুন: 'পাকিস্তানের সঙ্গে আলাপ-আলোচনার দিন শেষ', কড়া ইঙ্গিত দিলেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রী ][আরও পড়ুন: 'পাকিস্তানের সঙ্গে আলাপ-আলোচনার দিন শেষ', কড়া ইঙ্গিত দিলেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রী ]

English summary
Shiv Sena-BJP to contest Lok Sabha Elections 2019 together, deal final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X