For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোটবাতিলের কায়দায় করতে হবে রামমন্দির নির্মাণ, সুর চড়ালো বিজেপি সঙ্গী

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে চান নোট বাতিলের মতোই দ্রুত সিদ্ধান্ত নিয়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করুক বিজেপি-সরকার।

Google Oneindia Bengali News

নোট বাতিলের সিদ্ধান্তের মতো রামমন্দির বানানর সিদ্ধান্তও বিজেপি সরকারকে দ্রুত ও তাতক্ষণিকভাবে নিতে হবে। এরকমই দাবি তুলল এনডিও সঙ্গী শিবসেনা। গত দুদিন ধরে অমিত শাহ-এর রামমন্দির মন্তব্য নিয়ে জল্পনা চলছে। তার মধ্যেই ফের এই ইস্যুতে সুর চড়ালো শিবসেনা।

নোটবাতিলের কায়দায় করতে হবে রামমন্দির নির্মাণ

শনিবার শিবসেনার নেতাদের এক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই দাবি তোলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁর কটাক্ষ, 'বিজেপি বলেছে নির্বাচনের আগেই রামমন্দির তৈরি হবে, ইউনিফর্ম সিভিল কোড আনবে এবং জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেবে। কিন্তু সেসব ২০১৯ নির্বাচনের আগে হবে না ২০৫০, তা বিজেপি নির্দিষ্ট করেনি।'

শিবসেনার মতে পরিকল্পনা করে ধীরে সুস্থে রামমন্দির বানানর কথা ভাবলে কখনই তা সম্ভব হবে না। উদ্ভব জানান, বিজেপি যেভাবে তাফক্ষণিক সিদ্ধান্তে নোট বাতিল করেছিল। সেভাবেই হঠাত করেই রামমন্দির নির্মাণের কাজ শুরু করতে হবে। আর বিজেপির পক্ষে সেটা করা সম্ভবও, কারণ তাদের হাতে সংখ্যাগরীষ্ঠতা আছে।

আসলে রামমন্দির নির্মাণ বিজেপির কাছে একটি নির্বাচনী ইস্যু ছাড়া কিছুই নয় বলে অভিযোগ করেছে এনডিএ-এর এই সহযোগী। এতদিন 'বিকাশ'-ই ছিল তাদের মুখ্য অ্যাজেন্ডা, এখন ভোট যত এগিয়ে আসছে তারা রাম মন্দিরের দিকে ঝুঁকছে।

কেন্দ্রীয় সরকারের পাশাপাশি শিবসেনা সমালোচনা করেছে মহারাষ্ট্রের সরকারেরও। তাদের দাবি গত বছর ফড়নবিশ সরকার মহারাষ্ট্রে কৃষকদের ঋণ মকুবের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে সেসব সুবিধা কৃষকদের কাছে পৌঁছায়নি।

English summary
Shiv Sena chief Uddhav Thackeray asked BJP-government to take a quick decision to build the Ram Temple at Ayodhya, the way it did in the case of demonetization.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X