For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Goa poll 2022: প্রতিবেশী রাজ্যের ভোটেও একসঙ্গে লড়াইয়ের ডাক, জোট বাঁধছে শিবসেনা-এনসিপি

Goa poll 2022: প্রতিবেশী রাজ্যের ভোটেও একসঙ্গে লড়াইয়ের ডাক, জোট বাঁধছে শিবসেনা-এনসিপি

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে জোট সরকার চালান তাঁরা। প্রতিবেশী রাজ্যের ভোটেও তাই হাত মিলিয়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে শিবসেনা এবং এনসিবি। রবিবার নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত। তিনি সাংবাদিকদের বলেছেন, গোয়াতেও আসন ভাগাভাগি করে একজোট হয়েই লড়বে উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের দল।

জোটে লড়াই

জোটে লড়াই

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা ভোট। তার তোরজোর শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল। পিছিয়ে নেই এনসিপি, শিবসেনাও। গেরুয়া গোষ্ঠীর একটি দল শিবসেনা হলেও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে থেকেই শিবসেনার সঙ্গে বিজেপির দূরত্ব তৈরি হয়েছিল। সেকারণেই মহারাষ্ট্রে বিজেপির হাত ছেড়ে একক লড়াই করেছিল শিবসেনা। তাতে সরকার গড়ার জন্যেও বিজেপির হাত ধরেনি উল্টে এনসিপি এবং কংগ্রেসের সহযোগিতা নিয়েছেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের ফরমুলাতেই গোয়া বিধানসভা ভোটেও লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। শিবসেনা এবং কংগ্রেস জোট গড়ে লড়বে গোয়ায়।

আসন ভাগাভাগির িসদ্ধান্ত কবে

আসন ভাগাভাগির িসদ্ধান্ত কবে

আসন ভাগাভাগির সিদ্ধান্ত এখনও নিয়ে উঠতে পারেননি তাঁরা। তবে সঞ্জয় রাউত জানিয়েছেন ১৮ জানুয়ারি এনসিপির প্রবীণ নেতা প্রফুল প্যাটেলের সঙ্গে তাঁরা আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় বসবেন। তবে আসন ভাগাভািগর সিদ্ধান্ত যাই হোক গোয়াতে শিবসেনা এবং এনসিপি যে হাত ধরাধরি করে লড়বে তার বার্তা দিেয়ছেন সঞ্জয় রাউত। কংগ্রেস অবশ্য একা লড়াইয়ের বার্তা দিয়েছে। মহারাষ্ট্রের মত গোয়ায় তাঁরা শিবসেনা এবং এবং এনসিপির সঙ্গে জোট গড়তে নারাজ।

কংগ্রেস-তৃণমূলের সঙ্গে কথা

কংগ্রেস-তৃণমূলের সঙ্গে কথা

এর আগে এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেছিলেন তিনি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে কথা বলবেন জোট নিয়ে। তিনি আলোচনা করে দেখবেন জোট করে গোয়া বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়া যায় কিনা। অর্থাৎ অবিজেপি দলগুলিকে একসঙ্গে করে গেরুয়া শক্তির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন তিনি। কিন্তু কংগ্রেস প্রথম থেকেই গোয়ায় একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। এক্ষেত্রে কতটা একজোট হওয়া সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে।

উত্তর প্রদেশে জোটে লড়াই

উত্তর প্রদেশে জোটে লড়াই

তবে শুধু গোয়াতেই জোটে লড়বে না এনসিপি উত্তর প্রদেশেও জোটে লড়বে। তবে এখানে তার শরিক হচ্ছে সমাজাবাদী পার্টি। এনসিপি সুপ্রিমো জানিয়ে দিয়েছেন তাঁরা একজোট হয়ে লড়বেন উত্তর প্রদেশে।অখিলেশ যাদবের সঙ্গে হাত মিলিয়ে আসন ভাগাভাগি করেই লড়াইয়ের বার্তা দিয়েছেন এনসিপি সুপ্রিমো। এদিকে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত আবার বলেছেন এনসিপির উচিত বহুজন সমাজ পার্টি এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়াইয়ে নামা। এই নিয়ে নতুন করে আবার বিতর্ক তৈরি হয়েছে।

গোয়া শক্তি বাড়াচ্ছে কংগ্রেস

গোয়া শক্তি বাড়াচ্ছে কংগ্রেস

ভোট যত এগিয়ে আসছে তত বিজেপির চাপ বাড়ছে। গোয়া এবং উত্তর প্রদেশ উভয় জায়গায় বিজেপিতে ভাঙন শুরু হয়েছে। উত্তর প্রদেশে একের পর এক বিজেপি নেতা দল ছেড়ে অখিলেশের দলে নাম লেখাচ্ছেন। অন্যদিকে আবার গোয়াতেও বিজেপির হাত ছেড়ে একের পর এক নেতা কংগ্রেসের দিকে ঝুঁকতে শুরু করেছেন। ফলে দুই রাজ্যেই বেশ চাপে রয়েছে গেরুয়া শিবির। এই নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়ে গিয়েছে।

English summary
Goa assembly election latest update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X