For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাইবাবার জন্মস্থান বিতর্কেই অনির্দিষ্টকালের জন্য শিরডিতে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত

Google Oneindia Bengali News

শিরডি সাইবাবার জন্মস্থান কোথায়, তা নিয়ে কোনও নিশ্চিত প্রমাণ কারোর কাছেই নেই। কিন্তু মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পারবনির পাথরি গ্রামকে সাইবাবার জন্মস্থান হিসাবে মান্যতা দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে শিরডি সাইবাবার মন্দির কর্তৃপক্ষ। সেইজন্য শিরডির মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সাইবাবার জন্মস্থান বিতর্কেই অনির্দিষ্টকালের জন্য শিরডিতে মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত


পাথরিকে সাইবাবার জন্মস্থান ঘোষণা করায় ক্ষুব্ধ হয়েছেন শিরডিবাসী। সাইবাবা সংস্থান ট্রাস্টের বি ওয়াকচৌরে বলেন, '‌এ ধরনের রটনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ১৯ জানুয়ারি থেকে সাইবাবার মন্দির অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে।’‌ তিনি আরও বলেন, '‌শনিবার গ্রামবাসীদের সঙ্গে বৈঠকের পরই আগামী পদক্ষেপ কি হতে চলেছে তা স্থির হবে। তবে ভক্তদের কোনও ধরনের অসুবিধা হবে না যদি তাঁরা মন্দিরে আসেন।’‌

শিরডিবাসী জানিয়েছেন যে পাথরি সাইবাবার জন্মস্থান নয়, এমনকী শিরডিতেও জন্মাননি সাইবাবা। তবে কি করে মহারাষ্ট্র সরকার এ ধরনের বিবৃতি দিয়ে দিলেন?‌ সম্প্রতি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পারথিকে সাইবাবার জন্মস্থানের মান্যতা দিয়ে এখানে ১০০ কোটির উন্নয়নের ঘোষণা করেন। তারপর থেকেই বিতর্ক দানা বাঁধতে শুরু করে। পারথি গ্রমাবাসীরাই জানান যে সাইবাবার জন্ম এখানে। যদিও সিরডিতে সাইবাবা অনেক ছোট বয়সেই পা রাখেন এবং আমৃত্যুকাল তিনি এখানেই ছিলেন। তবে শিরডিতে থাকাকালীন তিনি কোনওদিনও নিজের জন্মস্থান বা ধর্মের ব্যাপারে কিছু বলেননি।

English summary
Shirdi temple to be closed, from Sunday , after Sai Baba\'s birthplace controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X