For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুম্বাই-গোয়া ক্রুজ জাহাজের ক্রু সদস্য করোনা আক্রান্ত, ২ হাজার যাত্রীর কোভিড পরীক্ষা

মুম্বাই-গোয়া ক্রুজ জাহাজের ক্রু সদস্য করোনা আক্রান্ত, ২ হাজার যাত্রীর কোভিড পরীক্ষা

  • |
Google Oneindia Bengali News

প্রবল গতিবেগে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সঙ্গে। সেই সঙ্গে পাল্লা দিচ্ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। কর্ডেলিয়া ক্রুজ শিপের জাহাজ কর্মী-সহ ২,০০০ জনেরও বেশি লোক নিয়ে একটি জাহাজ নিয়ে মুম্বাই থেকে গোয়া রওনা হয়েছিল। এক জাহাজ কর্মীর কোভিড-১৯এ আক্রান্ত হওয়ায় জাহাজে থাকা অন্তত ২০০০ লোক সমুদ্রের উপকূলেই আটকে পড়েছেন। জাহাজটি এখন মুরমুগাওঁ ক্রুজ টার্মিনালে দাঁড়িয়ে আছে।

মুম্বাই-গোয়া ক্রুজ জাহাজের ক্রু সদস্য করোনা আক্রান্ত, ২ হাজার যাত্রীর কোভিড পরীক্ষা

প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, কোভিড আক্রান্ত জাহাজ কর্মীকে আলাদা রাখা হয়েছে। জাহাজের যখন ১,৪৭১ জন যাত্রী, ৫৯৫ জন ক্রু সদস্য সহ জাহাজে থাকা সকলের করোনা পরীক্ষা করা হচ্ছে। তবে তাঁরা পরীক্ষার রিপোর্টের আসার অপেক্ষায় রয়েছেন।

কর্তৃপক্ষ সমস্ত যাত্রীদের ক্রুজ জাহাজেই থাকতে নির্দেশ দিয়েছে। যতদিন না করোনা পরীক্ষার ফলাফল আসছে, ততদিন জাহাজেই থাকতে হবে এই ২০০০ জনকে। জানা গিয়েছে, জাহাজের ডাক্তারের কাছ থেকে পাওয়া সকাল ৯ তথ্য বলছে, একজন ক্রু সদস্যের পজিটিভ পরীক্ষা করা হয়েছে। সেই তথ্য পাওয়ার সাথে সাথে, সরকারী কর্তৃপক্ষকে জানানো হয়।

কর্মকর্তারা জানান, বড়দিন-নববর্ষের উৎসবের মরশুমে গোয়ায় যে বিপুল সংখ্যক পর্যটক এসেছেন তারা রবিবার করোনার ইতিবাচকতার হার ১০ শতাংশ সংক্রমণ হওয়ার পিছনে থাকতে পারে। রবিবার ৩,৬০৪ টি পরীক্ষা থেকে ৩৮৮ টি কেস শনাক্ত করা হয়েছে, যার ইতিবাচক হার (১০০ টি পরীক্ষা) ১০.৭ শতাংশ।

একজন কর্মকর্তা বলেন, উপকূলীয় রাজ্যে সংখ্যা ১,৮১,৫৭০ জন আক্রান্ত। যেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩,৫২৩ জন হয়েছে। এপর্যন্ত, ১,৭৬,৩৭৬ জনকে ছেড়ে দেওয়া হয়েছে, যার মধ্যে রবিবার ৫৪ জন রয়েছে। রাজ্য থেকে ১,৬৭১ জনের সক্রিয় সংখ্যা রয়েছে বলে জানিয়েছেন তিনি। দক্ষিণ গোয়ার মারগাও ২১১ টি সক্রিয় কেস ইতিমধ্যে সামনে এসেছে। তারপরে পানাজিতে ২০১ টি আক্রান্তের খবর পাওয়া গেছে। আর এই কঠিন পরিস্থিতিতে জাহাজকর্মী করোনা আক্রান্ত, ক্রুয়ের থেকে কোনও যাত্রী কোভিড-১৯ আক্রান্ত কিনা, সেটা জানতেই সবার করোনা পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে গোয়া সরকার।

English summary
shipwrecker covid 19 attacked
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X