For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রে বিজেপিকে নিয়ে সরকার গড়ার তৎপরতা! শিন্ডে উপমুখ্যমন্ত্রী, কত বিদ্রোহীর সুযোগ মন্ত্রিসভায়, একনজরে

সুপ্রিম কোর্টের (Supreme Court) আদেশকে সম্বল করে রাজ্যপালের কাছে দিয়ে আস্থা ভোটের দাবি জানাতে প্রস্তুতি নিয়ে শিবসেনার (Shiv Sena) বিদ্রোহী গোষ্ঠী। সঙ্গে চলছে সরকার গঠনেরও প্রস্তুতি, এমনটাই খবর সূত্রের। উদ্ধব ঠা

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের (Supreme Court) আদেশকে সম্বল করে রাজ্যপালের কাছে দিয়ে আস্থা ভোটের দাবি জানাতে প্রস্তুতি নিচ্ছে শিবসেনার (Shiv Sena) বিদ্রোহী গোষ্ঠী। সঙ্গে চলছে সরকার গঠনেরও প্রস্তুতি, এমনটাই খবর সূত্রের। উদ্ধব ঠাকরের থেকে আলাদা হয়ে গিয়ে একনাথ শিন্ডে (Eknath Shinde) শিবির বিজেপির সঙ্গে সরকার গঠনের পরিকল্পনায় অভ্যন্তরীণ আলোচনা চালাচ্ছেন বলে সূত্রের খবর।

৫ জুলাইয়ের মধ্যে সরকার গঠনের পরিকল্পনা

৫ জুলাইয়ের মধ্যে সরকার গঠনের পরিকল্পনা

সূত্রের খবর অনুযায়ী, শিবসেনার টালমাটাল পরিস্থিতিতে বিদ্রোহী শিবির রাজ্যপালের কাছে গিয়ে আস্থা ভোটের দাবি জানাতে চলেছে। বিজেপিও আলাদা করে রাজ্যপালের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণকরে ৫ জুলাইয়ের মধ্যে সরকার গড়ার প্রস্তুতি নিচ্ছে শিন্ডে শিবির ও বিজেপি। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রাজ্যপাল ৪৮ ঘন্টার মধ্যে আস্থা ভোটের নির্দেশ দিতে পারেন বলে সূত্রের খবর।

শিন্ডে হতে পারেন উপমুখ্যমন্ত্রী

শিন্ডে হতে পারেন উপমুখ্যমন্ত্রী

যে একনাথ শিন্ডে মহারাষ্ট্রে সরকারের ভিত নড়িয়ে দিলেন, নতুন সরকার গঠিত হলে উপমুখ্যমন্ত্রীর পদ জুটতে পারে তাঁর। সূত্রের খবর অনুযায়ী, বিষয়টি নিয়ে আলোচনা চলছে দুপক্ষের। এছাড়াও গুয়াহাটির রেডিসন ব্লু হোটেলে বিদ্রোহী বিধায়কদের নিয়ে এদিন বৈঠক করেন একনাথ শিন্ডে।

একনাথ শিবিরের কারা হতে পারেন মন্ত্রী

একনাথ শিবিরের কারা হতে পারেন মন্ত্রী

সূত্রের খবর অনুযায়ী, যদি শিবসেনা বিদ্রোহীরা বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেন, সেক্ষেত্রে বিদ্রোহীদের মধ্যে থেকে ৮ জনকে ক্যাবিনেট মন্ত্রী ও ৫ জনকে রাষ্ট্রমন্ত্রী করা হতে পারে। সব মিলিয়ে বিদ্রোহীদের ১২ থেকে ১৩ কে মন্ত্রী করা হতে পারে। সেই সঙ্গে বিজেপির ২৮ জন বিধায়ক মন্ত্রী হতে পারেন। সূত্রের আরও খবর বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আসা নির্দল বিধায়কদের বিজেপির কোটা থেকে মন্ত্রী করার ব্যাপারে আলোচনা চালাচ্ছেন একনাথ শিন্ডে।
এক্ষেত্রে শিন্ডে শিবিরের যাঁরা মন্ত্রী হতে পারেন, তাঁদের মধ্যে রয়েছেন দাদা ভুসে, গুলাবরাও পাতিল, সন্দীপন ভুমরে, উদয় সামন্ত, শম্ভুরাজ দেশাই, আব্দুল সাত্তার, রাজেন্দ্র পাতিল, বাচ্চু কাডু।

নতুন যাঁদের মন্ত্রী করা হতে পারে

নতুন যাঁদের মন্ত্রী করা হতে পারে

সূত্রের খবর অনুযায়ী, যদি শিবসেনার বিদ্রোহী বিধায়ক ও বিজেপির মন্ত্রিসভা গঠিত হয়, তাহলে দীপক কেসারকর, প্রকাশ আবিদকর, সঞ্জয় রায়মুলকর এবং সঞ্জয় শিরনাথের নাম বিবেচনা করা হচ্ছে।

যেসব দফতর চায় বিদ্রোহীরা

যেসব দফতর চায় বিদ্রোহীরা

সূত্রের খবর অনুযায়ী শিন্ডে গোষ্ঠীর তরফে আলোচনায় বলা হয়েছে, এমভিএ সরকারে মন্ত্রী থাকা ৮ বিদ্রোহী যেসব দফতরে রয়েছেন, সেই দফতরগুলো তাদের চাই। গত একমাস ধরে এইসব মন্ত্রীদের নেওয়া সিদ্ধান্ত আটকে দিয়েছে উদ্ধর ঠাকরের সরকার। এরই মধ্যে অবশ্য মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে আদেশনামা জারি করে দফতরগুলি নিয়ে অন্য মন্ত্রীদের হাতে তুলে দিয়েছেন।

সুপ্রিম কোর্টের আদেশই ভরসা! যে কোনও সময় আস্থা ভোটের দাবিতে রাজ্যপালের কাছে যাওয়ার পরিকল্পনা শিন্ডে শিবিরেরসুপ্রিম কোর্টের আদেশই ভরসা! যে কোনও সময় আস্থা ভোটের দাবিতে রাজ্যপালের কাছে যাওয়ার পরিকল্পনা শিন্ডে শিবিরের

English summary
Shinde camp of Shiv Sena is preparing for Govt formation in Maharashtra with BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X