For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিখা যোশী আত্মহত্যা কাণ্ড : মৃত অভিনেত্রীর বিরুদ্ধে 'ব্ল্যাকমেলিং' এর অভিযোগ আনলেন অভিযুক্ত চিকিৎসক

Google Oneindia Bengali News

মুম্বই, ২২ মে : শিখা যোশী হত্যাকাণ্ডে অভিযুক্ত চিকিৎসক বিজয় শর্মার বয়ান রেকর্ড করল পুলিশ। নিজের শেষ বয়ানে অভিনেত্রী শিখা যোশী এই কসমেটিক সার্জেনকে দায়ী করে গিয়েছিলেন। ['বিএ পাশ' অভিনেত্রী শিখা যোশীর অস্বাভাবিক মৃত্যু, বাড়িতেই মিলল গলা কাটা দেহ]

বৃহস্পতিবার বিজয় শর্মার বয়ান রেকর্ড করে ভারসোভা থানার পুলিশ।

শিখা যোশী আত্মহত্যা কাণ্ড : মৃত অভিনেত্রীর বিরুদ্ধে 'ব্ল্যাকমেলিং' এর অভিযোগ আনলেন অভিযুক্ত চিকিৎসক

দ্য হিন্দু-তে প্রকাশিত খবর অনুযায়ী, মডেল অভিনেত্রী শিখা যোশী নিজের গলা কেটে আত্মহত্যা করেন গত ১৬ মে। শেষ বয়ানে কসমেটিক সার্জেন বিজয় শর্মাকে দায়ীও করে যান। কিন্তু অভিযোগ, বিজয় শর্মাকে টাকার জন্য হুমকি দিতেন শিখা। [ শেষ বয়ানে এক চিকিৎসককে দায়ী করে গেলেন আত্মঘাতী অভিনেত্রী]

পুলিশের কাছে ডাঃ বিজয় শর্মা জানিয়েছেন, শিখা এবং তার ভাই বিশেষের চাহিদা ছিল, ২০১১ সালে যখন স্তন প্রতিস্থাপন অস্ত্রোপচারের যাবতীয় খরচ তিনিই যেন ওঠান। এর জন্য রীতিমতো তাঁকে চাপ দেওয়া হতো বলেও পুলিশের কাছে জানিয়েছেন ডাঃ শর্মা।

শুধু তাই নয়, ভাই-বোনের দাবি-দাবা মানতে রাজি না হওয়াতেই শ্লীলতাহানির অভিযোগ এনে তার বাড়িতে শিখা ইট পাটকেল ছুঁড়েছিল বলেও অভিযোগ এনেছেন চিকিৎসক।

ডাঃ শর্মা ছাড়াও এই ঘটনায় মোট ৭ জন সাক্ষীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। পুলিশসূত্রের খবর, অভিনেত্রী গলা কাটার প্রায় ১ ঘন্টারও বেশি পরে তাঁকে হাসপাতালে আনা হয়। এই দেরীর কারণেই শিখার মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের।

অন্যদিকে শিখার ভাইয়ের মতো মেয়ে শ্রাবণী যোশীও আত্মহত্যা তত্ত্ব উড়িয়ে দিয়েছেন। একইসঙ্গে ১৯ বছরের শ্রাবণী জানিয়েছেন, বিচার না মেলা পর্যন্ত লড়াই চালাবেন তিনি।

English summary
Shikha Joshi's suicide case: Cosmetic surgeon says model-turned-actress wanted cash from him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X