For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে খোঁচা, নরসিমার পর সফল শুধু মনমোহন! শরিক নেতার মন্তব্যে অস্বস্তিতে বিজেপি

মনমোহন সিং কি সত্যিই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার? ছবি মুক্তির আগে থেকেই প্রবল বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলে।

Google Oneindia Bengali News

মনমোহন সিং কি সত্যিই অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার? ছবি মুক্তির আগে থেকেই প্রবল বিতর্ক দানা বেঁধেছে রাজনৈতিক মহলে। লোকসভা ভোটের আগে কংগ্রেসি প্রধানমন্ত্রীর নামের আগে এই শব্দব্রহ্ম বসে যাওয়ায় বিজেপি শিবির খুশিতে ডগমগ ছিল। কিন্তু তাঁদের অস্বস্তিতে ফেলে দিল বিজেপি শরিক শিবসেনা। তাদের মুখে শোনা গেল উল্টো সুর।

নরসিমার পর সফল প্রধানমন্ত্রী মনমোহন, অস্বস্তিতে বিজেপি

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউথ স্পষ্টতই জানিয়ে দিলেন, যদি কোনও প্রধানমন্ত্রী ১০ বছর দেশ এবং মানুষ তাঁকে সম্মান করে, তাঁকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলা যায় না। অন্তত আমি মনে করি না মনমোহন সিং অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। আমার মতে, নরসিমা রাওয়ের পর তিনি সবথেকে সফল প্রধানমন্ত্রী।

শিবসেনার এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই ব্যাকফুটে বিজেপি। শিবসেনা বরাবরই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে সরব। রামমন্দির নিয়েও ক্রমাগত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে তলেছেন শিবসেনা। তারপর মনমোহন সিংকে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বানিয়ে যে প্রচারে চালানোর পরিকল্পনা করছিল বিজেপি, তাতেও জল ঢেলে দিল শিবসেনা।

উল্লেখ্যে, মনমোহন সিংয়ের বায়োপিক 'দ্য অ্যাক্সিডেন্টার প্রাইম মিনিস্টার' নিয়ে প্রবল আপত্তি জানিয়েছে কংগ্রেস। যে ট্রেলার প্রকাশ পেয়েছে, তাতে সেনিয়া ও রাহুল গান্ধীর চরিত্রকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। এই ছবির মুক্তির আগে শিবসেনা সাংসদের মন্তব্যে অবশ্য কংগ্রেস বেশ খানিকটা সুবিধাজনক জায়গায়।

English summary
Shibsena MP Sanjay Rauth says Manmohan Singh is successful PM after Narasima. He seems that Manmohan Sing is not the accidental prime minister.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X