For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসুস্থ মাকেনের জায়গায় ৮০ বছরের শীলা, রাজধানীর কংগ্রেসের দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে তিনিই

কংগ্রেসের দিল্লি ইউনিটের পরবর্তী সভাপতি হতে পারেন শীলা দীক্ষিত। স্বাস্থ্য সমস্যার কারণে পদত্যাগ করা অজয় মাকেনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বরিষ্ঠ নেত্রী শীলা দীক্ষিত। গত সপ্তাহেই স্বাস্থের কারণে অজয় ম্যাকেন পদত্যাগ করায় এই পদটি আপাতত শূন্য রয়েছে। সূত্রের খবর অসুস্থ মাকেনের জায়গায় দলের নেতৃত্বের ভার দেওয়া হতে পারে প্রাক্তন মুখ্য়মন্ত্রীকেই।

অসুস্থ ম্যাকেনের জায়গায় ৮০ বছরের শীলা

২০১৩ সালে কংগ্রেস দিল্লির ক্ষমতা হারানোর আগে পর্যন্ত পর পর তিনবার দিল্লীর মুখ্য়মন্ত্রিত্বের ভার সামলেছেন শীলা দীক্ষিত। কিন্তু বর্তমানে বয়স আশি ছুঁয়েছে। আগের মতো দৌড়ঝাঁপ করতে পারেন না আর। তাই, তাঁকে সভাপতি করে দুজন কার্যনির্বাহী সভাপতি বেছে নেওয়া হতে পারে বলে খবর রয়েছে।

তিনি যাঁর স্থলাভিষিক্ত হবেন সেই অজয় মাকেন একসময় শীলা দীক্ষিতের মন্ত্রীসভারই সদস্য ছিলেন। প্রায় ৪ বছর দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলানোর পর গত ৪ জানুয়ারি তিনি ওই পদ থেকে সরে দাঁড়ান।

সামনেই লোকসভা ভোট। গতবার দিল্লীর ৭টি লোকসভা আসনের সবকটিই গিয়েছিল বিজেপির ঝুলিতে। এই বার ভোটের ঠিক আগে নেতৃত্বের এই বদল দিল্লিতে কংগ্রেসের ফলের নিরিখে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

English summary
Sheila Dikshit is likely to be the next president of Delhi unit of Congress. She will succeed Ajay Maken who resigned due to the health issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X