For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল শিনা বোরাকে, রাজসাক্ষী হয়ে আদালতে বয়ান দিল ইন্দ্রাণীর ড্রাইভার!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১১ মে : রোমহর্ষক শিনা বোরা হত্যাকাণ্ডে নয়া মোড়। এই মামলার মুখ্য অভিযুক্ত ইন্দ্রানী মুখার্জীর প্রাক্ত গাড়ির চালক শ্যামভর রাই বুধবার বিশেষ সিবিআই কোর্টে জানিয়ে দিল সে রাজসাক্ষী হতে চায়, এবং এই ঘটনায় বেশ কিছু সত্য সে প্রকাশ করতে চায়।

গত সপ্তাহে শ্যাম দু-পাতার একটি চিঠি লিখে আদালকে দেয়। সেই চিঠিতে সে উল্লেখ করে যে সে এই সংক্রান্ত বেশ কিছু সত্য উদঘাটন করতে চায়।[নিজেদের 'রোমিও-জুলিয়েট'-এর সঙ্গে তুলনা! জেলে বসেই জেলবন্দি ইন্দ্রাণীকে প্রেমপত্র পিটার মুখার্জীর!]

শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল শিনা বোরাকে, রাজসাক্ষী হয়ে আদালতে বয়ান দিল ইন্দ্রাণীর ড্রাইভার!

আজ, আদালতে বিচারক এইচএস মহাজন রাইকে কাঠগড়ায় ডাকলে, সে জানায়, "অপরাধ সংগঠনের সঙ্গে সংযুক্ত কার্যকলাপ সম্পর্কে আমি অবহিত। এবং এই হত্যাকাণ্ডে আমিও অংশগ্রহণকারী ছিলাম।" [ইন্দ্রাণী মুখার্জীর এই ছবিই ভাইরাল স্যোশাল মিডিয়ায়]

এই খুনের বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে শ্যাম বলে, শিনাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। এই বয়ান দেওয়ার জন্য তার উপর কোনও চাপ নেই বলেও সে স্পষ্ট আদালতে জানিয়ে দিয়েছে। [ কীভাবে রাহুল মুখার্জীর সঙ্গে শিনা বোরার প্রথম দেখা, প্রেম এবং সব শেষে অন্তর্ধান!]

আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে শ্যামের পূর্ণাঙ্গ বয়ান আগামী ১৭ মে আদালতে দাখিল করার জন্য। শিনা বোরা হত্যাকাণ্ডে শ্যাম প্রথম অভিযুক্ত ছিল যাকে গ্রেফতার করা হয়েছিল ২০১৫ সালে।

উল্লেখ্য মেয়ে শিনা বোরাকে মারার ষড়যন্ত্র করে ইন্দ্রানী মুখার্জী। ২০১২ সালে তাঁর গাড়ির চালক ও প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নাকে সঙ্গে নিয়ে গাড়ির মধ্যে শিনাকে গলা টিপে খুন করে বলে অভিযোগ। যদিও ২০১৫ সালে এই মামলাটি প্রকাশ্যে আসে। [ ঠিক কী কারণে শিনাকে খুন করে ইন্দ্রাণী? জেনে নিন ড্রাইভারের বয়ান]

তিনজনকেই গত আগস্ট মাসে গ্রেফতার করা হয়। অন্যদিকে ইন্দ্রানীর বর্তমান স্বামী তথা প্রাক্তন মিডিয়া কিংবদন্তী পিটার মুখার্জীকে নভেম্বর মাসে গ্রেফতার করে সিবিআই। হত্যায় সরাসরি যুক্ত না হলেও পিটার হত্যা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ।

English summary
Sheena Bora was killed by strangulation, Indrani's driver tells court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X