For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিনা বোরা হত্যা : জেনে নিন কার ফোনে পুলিশের জালে ইন্দ্রাণী

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১০ সেপ্টেম্বর : শিনা বোরা হত্য মামলা প্রকাশ্যে আসার পর থেকেই তা সংবাদ শিরোনামে থেকেছে। ঘটনার পরতে পরতে জড়িয়ে থাকা রহস্যের পর্দাফাঁস করতে গিয়ে নাকেমুখে হতে হয়েছে পুলিশকে।

মিডিয়া ব্যক্তিত্ব ইন্দ্রাণী মুখার্জী সহ মোট তিনজনকে এখনও পর্যন্ত এই মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ২০১২ সাল থেকে ইন্দ্রাণীর মেয়ে শিনা নিখোঁজ ছিলেন। তিন বছর পর তাঁকেই হত্যার অভিযোগে শিনার মা ইন্দ্রাণীকে গ্রেফতার করা হয়েছে।

শিনা বোরা হত্যা : জেনে নিন কার ফোনে পুলিশের জালে ইন্দ্রাণী


তবে এতদিন জানা যায়নি, এতদিন পরে কী করে পুলিশের জালে ধরা পড়লেন ইন্দ্রাণী মুখার্জী, তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও গাড়ির চালক শ্যাম রাই।

জানা গিয়েছে, কিছুদিন আগে একটি ফোন আসে মুম্বই পুলিশের কাছে। সেই ফোনের সূত্র ধরে তদন্তে নেমেই চাঞ্চল্যকর এই খুনের কিনারা করে ফেলেছে মুম্বই পুলিশ।

শিনার এক বাল্য বন্ধুর স্বামীই পুলিশকে এই ব্যাপারে তদন্ত শুরু করতে অনুরোধ করেন ও নানা সন্দেহজনক তথ্য দেন বলে পুলিশ সূত্রে খবর।

বন্ধুর বিয়ে উপলক্ষ্যে ২০১১ সালে শিনা অসমে গিয়েছিলেন। সেই বন্ধু ও তাঁর স্বামী পরে মুম্বইয়ে গিয়ে কিছুদিন শিনার সঙ্গে ছিলেন। মুম্বইয়ে থাকাকালীনই শিনার পরিবার ও মায়ের সঙ্গে সম্পর্কের কথা জানতে পারেন ওই দম্পতি।

জানা গিয়েছে, এর কিছুদিন পর থেকে তাঁরা জানতে পারেন শিনার নিখোঁজ হওয়ার কথা। সন্দেহ হওয়ায় দুজনে গিয়ে ইন্দ্রাণীর সঙ্গে দেখা করে সব জানতে চাইলে অভিযোগ, ইন্দ্রাণী হুমকি দিয়ে দুজনকে তাড়িয়ে দেন। এরপরে রাহুল মুখার্জীর সঙ্গে ওই দম্পতি দেখা করার চেষ্টা করলেও শিনার ব্যাপারে রাহুলের আগ্রহ কমে গিয়েছিল।

এরপরে অনেকদিন কেটে যাওয়ার পরে শিনার বন্ধু ও তাঁর স্বামী মুম্বই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বন্ধুর স্বামী ভারতীয় জওয়ান হওয়ায় তাঁর কথা গুরুত্ব দিয়ে তদন্তে নামে পুলিশ। আর তারপরই প্রকাশ্য়ে আসে শিনা বোরা হত্য়া মামলা।

English summary
Sheena Bora Murder: Revealed! The anonymous caller who helped police to nab Indrani Mukerjea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X