For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি দমনে শৌর্যচক্র প্রাপ্ত বলবিন্দর সিংয়কে গুলি করে হত্যা পাঞ্জাবে! রহস্য ঘনীভূত হচ্ছে

  • |
Google Oneindia Bengali News

বহুবার তিনি জঙ্গিদের তরফে হুমকি পেয়েছেন। তবে তাতে ভয়ে পিছিয়ে যাননি বলবিন্দর সিং। খানিস্তানি উগ্রপন্থীদের সঙ্গে তিনি জোর কদমে লড়াই চালিয়ে গিয়েছেন ১৯৮০ থেকে ৯০ সালের সময়। আট , নয়ের দশকে যখন গোটা পাঞ্জাবে খালিস্তানি আন্দোলনের প্রবল প্রভাব বিস্তৃত হয়, তখন নিজের আর্মি তৈরি করেছিলেন বলবিন্দর।

Shaurya Chakra awardee Balwinder Singh Bhikhiwind who fought terrorism shot dead in Punjab

সেই বলবিন্দর সিংকে এদিন তাঁর নিজের গ্রাম পাঞ্জাবের তরনতারনের ভিখন্ডিতে গুলি করে হত্যা করা হয়। খালিস্তানি আন্দোলনে লড়াইয়ের জন্য ভারত বলবিন্দরকে শৌর্যচক্রের সম্নান দেয়। এহেন বলবিন্দর বহু সময় ধরেই জঙ্গিদের নজরে ছিলেন। প্রসঙ্গত, গত কয়েক মাস যাবৎ ক্রমেই খালিস্তানি আন্দোলন নিয়ে বহুবিধ সন্দহজনক গতিবিধি পাঞ্জাব সীমান্তে চলতে দেখা যায়। এরপরই এই মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে।

জানা গিয়েছেস এদিন তাঁর বাড়ির সামেন মোটরসাইকেলে চড়ে ২ জন আততায়ী এসে সেখানে গুলি করে বলবিন্দরকে। ৬২ বছরের এই সাহসীকে হত্যার নেপথ্যে খালিস্তানি যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। আজীবন কমিউনিস্ট ভাবধরার বিশ্বাসী বলবিন্দর সিংয়ের মৃত্যুর ঘটনায় শোকাহত তরনতারন।

English summary
Shaurya Chakra awardee Balwinder Singh Bhikhiwind who fought terrorism shot dead in Punjab
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X