For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সীমা ছাড়াবেন না', বিজেপি সাংসদই তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী মোদীকে

সাইডলাইনে চলে যাওয়া বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা ফের বিতর্ক তৈরি করলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

সাইডলাইনে চলে যাওয়া বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা ফের বিতর্ক তৈরি করলেন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করলেন তিনি। কর্ণাটকে গিয়ে ভাঙা ভাঙা কন্নড়ে বক্তৃতা করে সেরাজ্যের মানুষের মন জয়ের চেষ্টা করেন মোদী। সেই নিয়েই মোদীকে আক্রমণ করেছেন শত্রুঘ্ন। একের পর এক টুইটে বিজেপি তথা প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন এই প্রাক্তন বলিউড তারকা।

প্রথম থেকেই সরব

প্রথম থেকেই সরব

অভিনেতা তথা বিজেপি সাংসদ শত্রুঘ্ন প্রথম থেকেই কেন্দ্রে বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছেন। কংগ্রেসকে ও রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করায় শত্রুঘ্ন মোদীকে পাল্টা আক্রমণ করতে ছাড়েননি।

মোদীকে আক্রমণ

মোদীকে আক্রমণ

কর্ণাটকে নির্বাচনী প্রচার শেষ হওয়ার পরই দলীয় নেতৃত্বকে পরামর্শ দিতে দেরি করেননি শত্রুঘ্ন। একেরপর এক টুইটে মোদীকে আক্রমণ করেছেন তিনি। প্রধানমন্ত্রী হলেই কেউ বুদ্ধিমান হয়ে যায় না। এমনটাই বলেছেন তিনি।

শত্রুঘ্নর টুইট বোমা

শত্রুঘ্ন তির্যক ভাষায় বলেছেন, নির্বাচনী প্রচার আজ শেষ হল। ধনশক্তির জায়গায় শেষ অবধি জনশক্তিই জিতবে। বিজেপি কর্ণাটকে নির্বাচনী প্রচারে শত্রুঘ্ন সিনহাকে ডাকেনি। সেই রাগ থেকেই তিনি এমন আক্রমণ করেছেন কিনা তা খোলসা না করলেও শত্রুঘ্ন-র টুইটে সেই অভিব্যক্তি ফুটে উঠেছে।

শত্রুঘ্নর আক্ষেপ

যদিও আমাকে বিহার, উত্তরপ্রদেশ, গুজরাত থেকে শুরু করে কর্ণাটকে প্রচারে ডাকা হয়নি, তবুও পুরনো বন্ধু হিসাবে আমি বলব, সীমা লঙ্ঘন করবেন না। প্রধানমন্ত্রী পদের সম্মান বজায় রাখুন। সবচেয়ে মজার হল, দুটি টুইটেই তিনি নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ট্যাগ করেছেন।

English summary
BJP MP Shatrughan Sinha has once again slammed PM Narendra Modi for delivering acerbic speeches in poll-bound Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X